বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৫:১৯

বিপিএলে ক্রিস গেইলের যত ধুন্ধুমার কীর্তি

বিপিএলে ক্রিস গেইলের যত ধুন্ধুমার কীর্তি

স্পোর্টস ডেস্ক : বিমানের পথে ক্রিস গেইল। ক্যারিবীয় দেশ ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো থেকে জ্যামাইকার ভৌগোলিক দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার। তবে এই দূরত্বটা ঘুচে যায়, ক্রিকেটে এসে। কারণ, দুটি দেশই ওয়েস্ট ইন্ডিজ নামে দলের অংশ। কিন্তু এরভিন লুইসের কাছে দুটো দেশের দূরত্ব কখনোই কম নয়; বরং মাঝে মাঝে মনে হয় লাখ কিলোমিটার দূরের দেশ জ্যামাইকা। দূরের এই দেশেই বাস করেন তার স্বপ্নের তারকা ক্রিস গেইল। একই ওয়েস্ট ইন্ডিজের অংশ হয়েও এই তারকার সাথে খেলা হয়নি এখনও। অবশেষে সেই সুযোগটা আসছে। সব ঠিক থাকলে এই বিপিএলে বরিশালের হয়েই গেইলের সাথে ইনিংস শুরু করবেন লুইস। আর এমন সুযোগ আসার আগেই নিজেকে গেইলের যোগ্য সঙ্গী হিসাবে তৈরি করে ফেললেন লুইস। বিপিএলে তিন সেঞ্চুরি করা গেইলের উত্তরসূরী লুইস হলেন চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান। লুইসের এমন কীর্তির পর গেইল তার স্বভাবসুলভ মজা আর হুঙ্কার ছুঁড়তে একটুও দেরি করেননি। সোজা বলে দিয়েছেন—লুইস ঠিক আছে; তবে তার জন্যও একটা সেঞ্চুরি ‘হিসাব’ করে রাখতে হবে। কারণ তিনি আসছেন! বিপিএলে লুইসের সাতটা সেঞ্চুরি হয়েছে; এর তিনটিই করেছেন গেইল। প্রথম বিপিএলে সেঞ্চুরি দিয়েই শুরু করেছিলেন। গত পরশু এবারের আসরের প্রথম সেঞ্চুরিটি করার পর তাই গেইলের প্রসঙ্গ উঠলো। আর তাতেই আপ্লুত লুইস বললেন, ‘গেইলই আমার প্রিয় ব্যাটসম্যান। আমার খেলার ধরন তার সঙ্গে মিলে যায়। আমিও তার মতো অনেক ছক্কা মারি, বড় বড় ছক্কা। তার মতোই ছক্কা মারতে ভালোবাসি। গেইল আমার মেন্টর, আমি তাকে অনুসরণ করি।’ বিপিএলে লুইসের এই খবর জানিয়ে বিসিবি’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গেইলকে ট্যাগ করে টুইট করা হয়েছিল। জ্যামাইকান ব্যাটসম্যানের নজর এড়ায়নি সেই টুইট। জবাব দিয়েছেন, ‘আমি আসার পর আরেকটা (শতক) ধরে রাখো।’ বরিশালের হয়ে খেলতে আগামী শুক্রবার ঢাকায় আসার কথা গেইলের। সেক্ষেত্রে প্রাথমিক পর্বে খেলতে পারবেন চারটি ম্যাচ। বরিশাল শেষ চারে থাকলে আরও কমপক্ষে একটি থেকে তিনটি ম্যাচে দেখা যাবে তাকে। তবে টুর্নামেন্ট মাতানোর জন্য এই ক’টি ম্যাচই যথেষ্ট গেইলের জন্য। বিপিএলের প্রথম শতকটি করেছিলেন তিনিই। প্রথম বিপিএলের প্রথম ম্যাচেই করেছিলেন ৪৪ বলে অপরাজিত ১০১। বিপিএলের আগের দুই আসর মিলিয়ে মাত্র ৬ ম্যাচ খেলেই গেইল করেছেন ৩টি শতক! প্রথম ম্যাচের ওই শতকের পর সেবারই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে করেছিলেন ৬১ বলে ১১৬। দ্বিতীয় বিপিএলে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকায় পা রেখে ঢাকা গ্ল্যাডিয়টর্সের হয়ে করেছিলেন ৫১ বলে ১১৪। সেবার ম্যাচ খেলেছিলেন ওই একটিই। বিপিএলে ৬ ম্যাচে গেইলের রান ৪০২, গড় ১০০.৫০ আর স্ট্রাইক রেট ১৯৬.০৯। ৬ ইনিংসে ছক্কা মেরেছেন ৩৮টি! দীর্ঘদিনের পিঠের চোট থেকে মুক্তি পেতে গত আগস্টের শুরুতে অস্ত্রোপচার করিয়েছেন গেইল। চার মাস বাইরে থাকার পর মাঠে ফিরবেন বিপিএল দিয়েই। গেইল ফিরবেন এবং সম্ভবত লুইস তার সাথেই বরিশালের হয়ে ওপেন করবেন। এমন সম্ভাবনায় রীতিমতো রোমাঞ্চিত হয়ে আছেন লুইস। বলছিলেন,‘আমার জন্য এটি হবে অসাধারণ এক অভিজ্ঞতা। কখনই তার সঙ্গে ওপেন করার সুযোগ হয়নি। আশা করি,এবার সুযোগ হবে। আমার জন্য সেটি হবে স্বপ্ন পূরণ!’-ইত্তেফাক ৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে