বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০১:৩১:৫২

মাশরাফিদের পাশাপাশি বিশ্বকাপে খেলবে বাংলাদেশের নারী টিম

মাশরাফিদের পাশাপাশি বিশ্বকাপে খেলবে বাংলাদেশের নারী টিম

স্পোর্টস ডেস্ক : পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ নারী ক্রিকেট টিম বিশ্বকাপ আসরে খেলবে। রুমানা-হকের দাপটেই বিশ্বকাপের এই আসরে বাজিমাত দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট টিম। বাছাইপর্বের বাধা টাইগ্রেসদের মত টপকে গেছে বাংলাদেশের নারী ক্রিকেট টিম। গ্রুপ পর্বের ৩টি ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট টিম। প্রথম ম্যাচে ৭৩ এর পরের দুটি ম্যাচে ৮ উইকেটে জয় পেয়ে বাছাইপর্বের লড়াইয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ নারী ক্রিকেট টিম। সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট টিমের প্রতিপক্ষ হয় জিম্বাবুয়ে। কয়েক দিন আগে জিম্বাবুয়েকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করায় আত্মবিশ্বাসটা জয়ের পক্ষেই ছিল ফারজানাদের। আর মাঠেও ফলে এটি। শুরুতে ব্যাট করে খুব বেশি ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮৯ রান। ফাল্গুনি হক দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ৫৮ রানেই গুটিয়ে যায়। জিম্বাবুয়েকে ১৯ ওভার ১ বলে গুড়িয়ে দেয়ার মূল ভূমিকা রুমানার। রুমানা আহমেদ একাই ৪ টি উইকেট শিকার করেন। অন্যদের মধ্যে ফাহিমা ও শারমিন নেন দুটি উইকেট। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের স্কোর ছিল ১০। ২০১৬ সালে বাংলাদেশ মাশরাফিরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। অন্যদিকে ভিন্ন ফরমেটে বিশ্বের বিভিন্ন নারী ক্রিকেট টিমের সাথে পাল্লা দিয়ে শিরোপা ঘরে আনার জন্য মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট টিম। ৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে