বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:২৭:০০

এবারও কপাল মন্দ আমলাদের!

এবারও কপাল মন্দ আমলাদের!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলছে দক্ষিণ আফ্রিকা। দুর্বল উইকেটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ভারত। আগের দুটি টেস্টে ভারত সিরিজ জিতলেও প্রথম ইনিংসে মোটেই সুবিধা করতে পারেনি কোহলিরা। দক্ষিণ আফ্রিকা শুভ সূচনা করেছে বলে খবর প্রকাশ করা হয় বরাবরই। ৪র্থ টেস্টেও একই চিত্র। বাস্তবতাই যেন বাধ্য করছে উপরোক্ত শিরোনামকে চয়ন করতে। দিল্লিতে চলছে এই টেস্ট। ১৪১ রানে ৬ উইকেট হারিয়েছে ভারত। ব্যাটিংয়ে ভারত বড় স্কোর করতে না পারলেও অশ্বিন ও জাদেজাতো রয়েছে ভারতীয় শিবিরে। এই যখন খেলার অবস্থা তখন ভারতের সর্বোচ্চ রান কোহলির। তিনি হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে আউট হয়েছেন। পেট্টিড ৪টি ও অ্যাবট দুটি করে উইকেট শিকার করেছেন। সিরিজে ভারতের বিপক্ষে মোটেই ভালোই ভালো খেলতে পারেননি হাশিম আমলা। মান রক্ষার জন্য শেষ টেস্টটিতে সাফল্য পাওয়া দরকার আমলাদের। অন্যথায় দেশের মাটিতে গিয়ে জবাব দেয়ার মত কিছুই থাকবে না তাদের। প্রথম ইনিংসে ভারতের দুর্বল ব্যাটিং দেখা গেলেও ম্যাচের কন্ডিশন ঘুড়িয়ে দেয়ার সূত্র হয়তো দ্রাবিঢ়, গাঙ্গুলি ও শচীনদের কাছ থেকে খুব ভালোকরে শিখে নিয়েছেন বিরাট কোহলি। ৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে