বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৬:২১

দুই ফরমেটে সেরা অধিনায়ক হয়েছেন যে দুই মারকুটে ব্যাটসম্যান

দুই ফরমেটে সেরা অধিনায়ক হয়েছেন যে দুই মারকুটে ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক : নড়েচড়ে বসেছে আইসিসি। বর্সসেরা ক্রিকেটারকে নির্বাচন করার জন্য নানা অংক মিলাচ্ছে বিশ্ব ক্রিকেটের এই অভিভাবক প্রতিষ্ঠান। তবে এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব দিয়েছে আইসিসি। গোটা বিশ্বের ক্রিকেটারদের মধ্যে দুই ফরমেটের দুই সেরা অধিনায়ককে বাছাই করেছে আইসিসি। টেস্ট ক্রিকেটের জন্য সেরা অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের নাম ঘোষণা করে আইসিসি। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটের জন্য দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের নাম ঘোষণা করা হয়। টেস্টের সেরা উইকেটকিপার হয়েছেন পাকিস্তানের সরফরাজ খান। ওয়ানডেতে সেরা উইকেটকিপার নির্বাচিত করা হয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। প্রসঙ্গত, বুধবার টেস্ট ও ওয়ানডে দলের সেরা একাদশ ঘোষণা করা হয়। এই দুই ফরমেটের সেরা অধিনায়ক ও উইকেটকিপারের বিষয়টিও এখন পরিস্কার। আর কয়েকদিন পরেই ২০১৫ সালের সার্বিক ক্রিকেট ণৈপুন্যের বিবেচনায় একজন ক্রিকেটারকে বর্ষসেরা হিসাবে ঘোষণা দেবে আইসিসি। ধারনা করা যায় দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এগিয়ে থাকছেন এই কীর্তির জন্য। ৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে