বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৪:০৮

ক্রিকেটবিশ্বে নতুন আবিস্কার হলো অগ্নিবান এক বোলার

ক্রিকেটবিশ্বে নতুন আবিস্কার হলো অগ্নিবান এক বোলার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটবিশ্বে নতুন করে আবিস্কার হলো অগ্নিবান একজন অফ-স্পিনার। যার প্রতিটা বলই আগুনের গোলা। এই অগ্নিবান বোলারের খোজ মিলেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলে। নাম তার ডেন পিয়েডত। আজ দিল্লিতে স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই টেস্টেই অভিষেক হিসেবে বল হাতে মাঠে নেমে পড়েন প্রোটিয়াদের বোলার ডেন লিরয় পিয়েডত। মাঠে নেমেই একে পর এক অগ্নিঝড়া বল উপহার দেন বিরাট কোহলির দলকে। দিনের প্রথম সেশন পিয়েডতের বোলিং তোপে পড়ে হারতে হয় ভারতীয় দলের চারটি উইকেট। বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজ জিতে শেষ টেস্ট খেলতে নামা টিম ইন্ডিয়ার শুরুটা মন্থর হয়। লাঞ্চ বিরতিতে বিজয়ের উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তোলে ভারত। নবাগত প্রোটিয়া অফ-স্পিনার ডেন পিয়েডই ভারতীয় ইনিংস কাঁপুনি ধরিয়ে দেন। পিয়েডের স্পিনে স্লিপে প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়েনের রাস্তা ধরেন বিজয়। কিন্তু লাঞ্চ ও চা-বিরতিতে ভারতীয় ইনিংসের অবস্থা আরও শোচনীয় হয়। এরপর একে পর এক পিয়েডত ভারতীয় শিবিরে হানা দেন। তুলে নেন তিনটি উইকেট। প্রথম সেশনে ৬ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন প্রোটিয়া দলের নবাগত এই বোলার। ওয়ানডে ক্রিকেটে এখনো অভিষেক হয়নি তিনি। তবে দেখার বিষয় হচ্ছে, দিল্লি টেস্টে শেষ পর্যন্ত কতটি উইকেট নিতে পারেন পিয়েডত। ৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে