বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:০২:২৩

ওরা রোনালদোর ক্লাব রিয়ালকে নিষিদ্ধ করতে চায়

ওরা রোনালদোর ক্লাব রিয়ালকে নিষিদ্ধ করতে চায়

স্পোর্টস ডেস্ক: কোপা দেল রেতে গেলো রাতের ম্যাচে জিতেছে রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু নিষিদ্ধ খেলোয়াড় খেলানোর দায়ে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ার ঝুঁকিতে পড়েছে তারা। তৃতীয় সারির দল কাদিসের মাঠে রিয়াল জিতেছে ৩-১ গোলে। ম্যাচে তাদের লিড এনে দেয়া রুশ খেলোয়াড় দেনিশ চেরিশেভকে খেলিয়ে বিপদে পড়েছেন কোচ রাফায়েল বেনিতেজ। গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে খেলেছেন চেরিশেভ। সেই ক্লাবে খেলার সময় তিনটি হলুদ কার্ড দেখেন তিনি। কিন্তু এখনো শাস্তি ভোগ করা হয়নি তার। সেমিফাইনালে গত মৌসুমে ভিয়ারিয়াল হারে বার্সেলোনার কাছে। শেষ হলুদ কার্ডটা চেরিশেভ দেখেছিলেন ওই ম্যাচে। সেই হিসেবে গেল রাতের ম্যাচে খেলার সুযোগ ছিল না তার। এই নিষেধাজ্ঞা এই খেলোয়াড়কে মাঠে দেখে স্থানীয় সমর্থকরা স্লোগান দিচ্ছিল, 'চেরিশেভ নিষিদ্ধ', 'বেনিতেজ, টুইটার চেক করো'।স্লোগানের তোপে পড়ে বিরতির পর চেরিশেভকে আর মাঠে নামান হয়নি। তার চেরিশেভের বদলে নামানো হয় মাতেও কোভাসসিকে। কাদিজ প্রেসিডেন্ট ম্যানুয়েল ভিজকাইনো ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন, এই ঘটনার জন্য রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল সংস্থার কাছে রিপোর্ট করবেন তারা। ম্যাচ শেষ হওয়ার আগেই ক্লাবটির আইনী পরামর্শক ফ্রান ক্যানাল জানিয়েছেন, আমরা রিয়াল মাদ্রিদকে সম্মান করবো। কিন্তু এরকম ঘটনা ঘটে থাকলে আমরা রিপোর্ট করবো। স্প্যানিশ ফুটবল সংস্থার সমস্ত নিষিদ্ধ খেলোয়াড়ের তালিকা আমি চেক করে দেখেছি। ৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে