বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৫:৩১

বৃষ্টিতে ভেসে গেল সাকিবের ভাগ্য

বৃষ্টিতে ভেসে গেল সাকিবের ভাগ্য

স্পোর্টস ডেস্ক: বিপিএলে রংপুর রাউর্ডাসের ভাগ্য অনেকটাই ভালো যাচ্ছছিলো। চলমান এই টুর্ণামেন্টে মাত্র ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতেছে সাকিব আল হাসান। কিন্তু চট্টগ্রাম পর্বের শেষে ম্যাচে বৃষ্টিতে ভেসে গেল সাকিবের ভাগ্যটা। বৃহস্পতিবার রংপুর রাইডার্স বিপক্ষে মাঠে নামে বরিশাল বুলস। বরিশাল বুলসের কাছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে যায় রপুর। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বৃষ্টি-বাগড়ায় পড়ে বরিশাল বুলস। ৩.৩ ওভারের মাথায় ঝুম বৃষ্টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফলে খেলা বন্ধ থাকে প্রায় ৫০ মিনিটি। এর ফলে রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশালের জয়ের টার্গেটেও এসেছে পরিবর্তন। বৃষ্টির কারণে সাত ওভার কমিয়ে ১৩ ওভারের খেলা নির্ধারণ করা হয়েছে। জয়ের জন্য বরিশালকে করতে হবে এখন ৭৫ রান। বৃষ্টির পর ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে পরাজিত করেছে মাহমুদুল্লাহ শিবির। এই জয়ে পয়েন্ট তালিকায় কুমিল্লাকে সরিয়ে শীর্ষে উঠে আসল বরিশাল। ছয় ম্যাচে পাঁচ জয়ে বরিশালের বর্তমান পয়েন্ট ১০। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১০৪ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বৃষ্টি বাগড়ায় পড়ে বরিশাল। ৩.৩ ওভার খেলা হওয়ার পর শুরু হয় বৃষ্টি। বরিশালের জন্য নতুন টার্গেট দাঁড়ায় ৭৫ রান। এমন লক্ষ্য খুব বেশি চাপে ফেলেনি বরিশালকে। তিন বল হাতে রেখে ৪ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বরিশাল। দলে পক্ষে সার্বোচ্চ রান করেছেন দুইজন । রনি তালুকদার এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তারা দুইজনই ২৩ রান করে। তবে চতুর্থ উইকেট জুটিতে বরিশাল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও নাদিফ চৌধুরী দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। ১৯ বলে ১৬ রানে বিদায় নেন নাদিফ। রংপুরের হয়ে আরাফাত সানি দুটি, সাকিব ও ওয়াহাব রিয়াজ একটি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বরিশাল বুলসের পেসার আল আমিন। বল হাতে তিনি নিয়েছেন তিনটি উইকেট। ৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে