বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৬:৩৪

এবার ব্রাজিল থেকে চার ধাপ এগিয়ে আর্জেন্টিনা

এবার ব্রাজিল থেকে চার ধাপ এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। তবে পিছিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। আর দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছে। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাঙ্কিং থেকে এমনটা জানা গেছে। এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছে বেলজিয়াম। চতুর্থ নাম্বারে আছে জার্মানি। পঞ্চম স্থানে আছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। সপ্তম স্থানে নেমে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। আর ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলা কলম্বিয়া এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে আছে। ৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে