বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৬:০৭

‘আমার খেলার ধরন ক্রিজ গেইলের সঙ্গে মিলে যায়’

‘আমার খেলার ধরন  ক্রিজ গেইলের সঙ্গে মিলে যায়’

স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইলকে আদর্শ মানেন এভিন লুইস, মনে করেন মেন্টরও। লুইসের বিশ্বাস, ক্রিজ গেইল এলেই বিপিএলে আরো একটি বিস্ফোরক ব্যাটিং দেখা যাবে। এখন অপেক্ষায় আছেন তিনি বরিশাল বুলসের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক এই ব্যাটসম্যানের সঙ্গে ইনিংস উদ্বোধনের। বাঁ-হাতি ব্যাটসম্যান, ক্যারিবিয়ান ওপেনার, বিস্ফোরক ব্যাটিং, ছক্কা বৃষ্টি- শব্দগুলো পাশাপাশি বসালে মনে আসে আর চোখে ভাসে একজনকেই। সেই ক্রিস গেইলের এখনও আসা হয়নি বাংলাদেশে। বৃহস্পতিবার রংপুর রাউর্ডাসের বিপক্ষে জয় পাওয়া পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বারবার লুইসের মুখ দিয়ে উচ্চারিত হয় ওই শব্দগুলো। গেইল না এলেও বিস্ফোরক ব্যাটিংয়ে গেইলকেই মনে করিয়ে দিলেন এভিন লুইস! মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৭ চার ও ৬ ছক্কায় ৬৫ বলে ১০১ রান করে অপরাজিত লুইস। এ রান-বল-ছক্কার সংখ্যায়ও আসলে ফুটে উঠছে না লুইসের বিধ্বংসী চেহারাটা। আর সেই লুইসের এখনো বলছে ক্রিজ গেইল না এলে বিস্ফোরক ব্যাটিং কে দেখাবে? তার ট টোয়েন্টিতেআক্রমণাÍক ব্যাটিংয়ের শেষ কথা গেইল। তার সঙ্গে তুলনা মানে প্রশংসার চূড়ান্ত। লুইস কিন্তু একটুও বিব্রত নন এই তুলনায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরং গর্বভরে শোনালেন গেইলকে নিয়ে অনেক কথা। গেইলই আমার প্রিয় ব্যাটসম্যান। আমার খেলার ধরন তার সঙ্গে মিলে যায়। আমিও তার মতো অনেক ছক্কা মারি, বড় বড় ছক্কা। তার মতোই ছক্কা মারতে ভালোবাসি। গেইল আমার মেন্টর, আমি তাকে অনুসরণ করি, বলেছেন ত্রিনিদাদের ছেলেটি। বিপিএলের প্রথম আসরের প্রথম দিনই অপরাজিত ১০১ রান করেছিলেন গেইল! আর এবার প্রথম শতক এলো লুইসের ব্যাট থেকে। সেই অপরাজিত ১০১। ৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে