বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:১২:৪১

গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখে গান গাইলেন মাহমুদুল্লাহ রিয়াদ

গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখে গান গাইলেন মাহমুদুল্লাহ  রিয়াদ

স্পোর্টস ডেস্ক: চট্টাগ্রামের আকাশের গতকাল থেকেই মেঘের আনাগোনা দেখা গেছে। কাল কোথায়ও বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যায়নি। তবে আজ বৃষ্টির এক পশলা বৃষ্টির স্বস্তিতেও ভিজেছে বন্দর নগর চট্টগ্রাম। এদিন দু-এক ফোঁটা কারও কারও গায়ে আলতো পরশও বুলিয়েছিল। কেউ আবার শীতের শিশির বলে আমলে নেননি। বেলা গড়াতেই বৃষ্টির অনাসৃষ্টির চেষ্টা চোখ এড়ালো না বিপিএলপ্রেমীদের। বৃহস্পতিবার বেলা দুইটার ম্যাচ শুরু করতে হয়েছে ফ্লাড লাইটের আলোতে। রংপুর দলের অধিনায়ক সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্য আর বরিশাল বুলসের রনির ব্যাটিং তাণ্ডব শুরুর সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে এলো। তবে উইকেট (পিচ) রক্ষায় আয়োজকদের প্রাণান্ত চেষ্টা চোখ এড়াচ্ছে না গ্যালারির হাজারো ক্রিকেটপ্রেমীর।কয়েক দফা মাঠ থেকে পানি শুষে নেওয়ার পর কোনো রকমে ৩ ওভার ৩ বল পার করে। ভারী বৃষ্টির আশঙ্কায় ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় সবকটি উইকেট। ততক্ষণে রংপুরের ১০৪ রানের বিপরীতে বরিশাল বুলসের সংগ্রহ দাঁড়ায় ১৯ রান। বৃষ্টির অনাসৃষ্টির সময় পুব গ্যালারির অনেকেই মাথা গোঁজার ঠাঁই পেলেও পশ্চিম গ্যালারি ভিজে জবুথবু।ব্যাটসম্যানরা চার, ছক্কা হাঁকালে ‘ফোর’ আর ‘সিক্স’ লেখা যে প্ল্যাকার্ড দেখিয়ে দর্শক উল্লাসে নাচতেন তা-ই এখন মাথার ওপর দিয়ে অপেক্ষা করছেন খেলা শুরুর। বৃষ্টি-কুয়াশা যতই বৈরী আচরণ করুক না কেন গ্যালারি ছাড়ছে না দর্শক। ৫০ মিনিট পর বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু রেখে গেলে তার রেশ। বৃষ্টি আইনে কাটাছেঁড়া হলো ম্যাচের ভাগ্য। এল ১৩ ওভারে, আর বরিশালের সামনে টার্গেট দাঁড়ালো ৭৫। অল্প এই টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের গান গাইলেন মাহমুদুল্লাহ বাহিনী। রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে দেন বরিশাল। ৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে