বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৪:৫৯

দিলশানের কারণে চিটাগাংকে শাস্তি দিলেন আম্পায়ার

দিলশানের কারণে  চিটাগাংকে শাস্তি দিলেন আম্পায়ার

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে দিলশানের অখেলোয়াড়সুলভ আচরণে কারণে চিটাগাং ভাইকিংসকে শাস্তি দিয়েছেন ম্যাচ আম্পায়াররা। আজ আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে চিটাগাং ভাইকিংসের দেয়া ১৩৭ রানের টার্গেটে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান তোলে চিটাগাং। কুমিল্লার ইনিংসের পঞ্চম ওভারের খেলা চলছে। ১ উইকেটে ২৮ রান কুমিল্লার। ইমরুল কায়েস ১৮ রানে ব্যাট করছেন। আহমেদ শেহজাদ এখনো রান করতে পারেননি। এর মধ্যে ব্যাটসম্যানকে ফেলে দিয়ে অখেলোয়াড়সুলভ আচরণ করেছেন তিলকারতেœ দিলশান। তার কারণে চিটাগাংয়ের ৫ রান জরিমানা হয়েছে। দ্বিতীয় ওভারে মাঠে সৃষ্টি হয় বিতর্ক। তাসকিন আহমেদের এই ওভারের প্রথম বলে লিটন দাশ (৩) ক্যাচ দিয়ে ফিরেছেন। কিন্তু পঞ্চম বলে ইমরুল কভারের দিকে বল ঠেললেন। রান নিতে চাইলেন। শেহজাদ ফিরিয়ে দিলেন। ফিল্ডারের ছোড়া বল অন্য প্রান্তে গেলো। স্টাম্পের কাছে দাঁড়িয়ে ছিলেন তিলকারতেœ দিলশান। বল আবার ফিরে আসতে দেখে কোনাকুনি হয়ে গেলেন। তখন আবার শেহজাদকে রানের জন্য ছুটতে দেখে ইমরুল ঘুরে দৌড়াতে গেলেন। দিলশানের সঙ্গে ধাক্কা লাগলো। পড়ে গেলেন ইমরুল। শেহজাদ পৌঁছে গেছেন দুই ব্যাটসম্যান একই প্রান্তে। ইমরুল পড়ে আছেন। বল স্ট্রাইকিং এন্ডে গেল। স্টাম্প ভাঙ্গা হলো। চিটাগাংয়ের উল্লাস। ইমরুল প্রতিবাদ করলেন। থার্ড আম্পায়ারের কাছে গেল সিদ্ধান্ত। প্রায় ৫ মিনিট রিপ্লে দেখা হলো। তারপর ইচ্ছে করে ব্যাটসম্যানকে বাধা দেয়ার কারণে চিটাগাংয়ের ৫ রান জরিমানা হলো। দোষী হলেন দিলশান। আউট হলেন না কেউ। ৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে