বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ১০:১৬:৪৯

ম্যাচসেরা হয়ে না বলা অনেক কথাই জানিয়ে দিলেন আল আমিন

ম্যাচসেরা হয়ে না বলা অনেক কথাই  জানিয়ে দিলেন আল আমিন

স্পোর্টস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রতিনিয়ত নতুন বলে অনায়সে বল করে যাচ্ছেন বরিশাল বুলসের বোলার আল-আমিন হোসেন। সাফল্য পাচ্ছেন নিয়মিত। বিপিএলে ছয় ম্যাচে তার ঝুলিতে জমা পড়েছে ১১ উইকেট। এক ম্যাচেই হ্যাটটিকসহ নিয়েছেন পাঁচ উইকেট। বৃহস্পতিবার রংপুর রাইডার্সকে হারানো ম্যাচেও তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বরিশাল বুলসের এই পেসার। ম্যাচ শেষে নিজের সাফল্যের রহস্য জানালেন আল-আমিন, টি-টোয়েন্টি টুর্নামেন্টে বৈচিত্র্য ঠিক থাকতে হয়। প্রথম ছয় ওভারে যে ভালো করবে তার উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ব্যাটসম্যানরা এ সময়ে রান করার চেস্টা করে; তখন ভুল করার প্রবণতাও বেশি থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম ছয় ওভারে যদি টপ অব লেন্থ ও টপে হিট করা যায় তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাই চেষ্টা করছি। এদিন রংপুরের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক সাকিব আল হাসানকে একই ওভারে আউট করেন আল-আমিন। প্রথম পাওয়ার প্লে’তে দুই ওভার বোলিং করে দশ রান খরচে নেন দুই উইকেট। এক ওভারে সাকিব ও সৌম্যর উইকেট পাওয়াকে বিশাল কিছু বলছেন ডানহাতি এ পেসার। ৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে