শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০১:১২:৪৭

ইমরুল ও দিলশানের ধাক্কা মারার ঘটনায় যা বললেন তামিম

ইমরুল ও দিলশানের ধাক্কা মারার ঘটনায় যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক : ইমরুল কায়েসকে ধাক্কা মারার ঘটনায় তিলকরত্নে দিলশানকে দোষ দিচ্ছেন না তামিম ইকবাল। তামিমের ধারণা, মুহূর্তের উত্তেজনায় কাজটি করে বসেছেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার। কুমিল্লার ইনিংসের দ্বিতীয় ওভারে রান নেওয়ার সময় দিলশানের সাথে ধাক্কা লাগে ইমরুলের। পরে দিলশানের পায়ের সঙ্গে লেগে পড়ে যান ইমরুল। তৃতীয় আম্পায়ার বেশ কিছুক্ষণ টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন, ইচ্ছে করেই পা বাড়িয়ে ইমরুলকে ফেলে দিয়েছিলেন দিলশান। ইমরুলকে রান আউট না দিয়ে তাই উল্টো ৫ রান পেনাল্টি দেওয়া হয় চিটাগংকে। চিটাগং অধিনায়ক তামিম এর ব্যাখা দিতে গিয়ে বলেন, আমি যে পজিশনে দাঁড়িয়ে ছিলাম, সেখান থেকে ঘটনাটি দেখা কঠিন ছিল। বোলার ছিল সামনে। তবু বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। কারণ ব্যাটসম্যান পড়ে গেছে, আমার ফিল্ডারও পড়ে গেছে। আমি আম্পায়ারকে গিয়ে বলেছি যে, ‘আমি আপিল করছি না। বলছি না যে আউট দিতে হবে বা কিছু। আপনারা সিদ্ধান্ত নিন। আমি তো ভিডিও দেখতে পাচ্ছি না! তামিম আরো বলেন, ইমরুলকে গিয়েও একই কথা বলেছি যে আপিল করছি না। আম্পায়ারই সিদ্ধান্ত নেবে। এটুকু বলতে পারি, মাঠেই ভিডিওটা যদি দেখতাম, এবং আম্পায়ার ইমরুলকে আউট দিত, তাহলেও আমি ওকে ফিরিয়ে আনতাম। ম্যাচের পর ভিডিওটা দেখে বাস্তবতাটাও বুঝেছেন তামিম। হুট করেই অমন করে ফেলেছেন দিলশান বলে ধারণা তার। তামিম বলেন, দিলশানকে দোষ দিতে পারি না। কারণ একটা মুহূর্তের ব্যাপার, অনেক সময় এরকম হয়ে যায়। আমি নিশ্চিত কোনো ক্রিকেটার এটা ইচ্ছা করে করতে পারে না। দিলশান ইচ্ছে করেই করেছে বা টান দিয়ে ফেলে দিয়েছে, এটা আমি বলব না। ভিডিও দেখে যদিও সেরকমই মনে হয়। তারপরও দিলশানকে দোষ দেব না। ০৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে