শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৫:৪৪

‘স্টার্টিং ব্লকে দাঁড়িয়েও মহিলাদের কথা ভাবি’

‘স্টার্টিং ব্লকে দাঁড়িয়েও মহিলাদের কথা ভাবি’

স্পোর্টস ডেস্ক : তিনি রঙিন মনের মানুষ৷ তার কথা শুনতে এ কারণেই আগ্রহী থাকেন সবাই৷ বিশ্বের দ্রুততম মানুষ ট্র্যাকের বাইরে আর কী, কী করতে ভালবাসেন? সামনের লক্ষ্যই বা কী? সব নিয়ে মুখ খুললেন উসাইন বোল্ট৷ করলেন নানা রসিকতাও৷ ‘স্ন্যাপচ্যাট’ অ্যাকাউন্টের মাধ্যমে এখন থেকে প্রতি সপ্তাহে অনুরাগীদের প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে৷ কী, কী বললেন বোল্ট? চোখ বুলিয়ে নেওয়া যাক৷ ##২০১৬-র লক্ষ্য কী? বোল্ট: অলিম্পিকে সোনার পদক ধরে রাখা৷ ২০০ মিটারে আরও ১৯ সেকেন্ড সময় কমানো৷ ২০০৮-#০৯ মরশুমে যে শারীরিক সক্ষমতা ছিল, সেটা যদি ধরে রাখতে পারি, তা হলে শুধু দেখবেন, কী, কী করতে পারি৷ ##আত্মবিশ্বাস ধরে রাখতে কী করেন? বোল্ট: নিজেই নিজেকে বলি, আমি বিশ্বের সেরা অ্যাথলিট হতে চাই৷ ##আপনার আদর্শ কে? বোল্ট: কেভিন গার্নেট (প্রাক্তন পেশাদার বাস্কেটবলার)৷ ##বড় হয়ে কী হতে চেয়েছিলেন? বোল্ট: ট্র্যাকের নায়ক৷ এই স্বপ্নটাই দেখেছি৷ তবে জানি না, আরও বড় হওয়া বাকি আছে কি না! কারণ, আমি তো এখনই ২৯! ##ট্র্যাকের বাইরে পছন্দের খেলা? বোল্ট: ফুটবল। ##স্টার্টিং ব্লকে দাঁড়িয়ে কী ভাবেন? বোল্ট: নানারকম ভাবনা ঘুরতে থাকে৷ খেলা নিয়ে ভাবি৷ মহিলাদের নিয়ে ভাবি৷ বলতে পারেন, সাত-পাঁচ অনেক ভাবনাই মাথায় ঘুরতে থাকে৷ ##প্রিয় তারকা কে? বোল্ট: ড্রেক আর জাস্টিন বিয়েবার৷ একজন র‍্যাপ স্টার৷ অন্যজন কানাডার গায়ক৷ এই দু’জনই আছে মন জুড়ে৷ ##প্রিয় দেশ? বোল্ট: প্যারিস আর সুইৎজারল্যান্ড৷ সুইৎজারল্যান্ডের সবচেয়ে পছন্দের কি জানেন? চকোলেট৷ ০৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে