শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ১০:০৫:৪৬

ক্রিস গেইল সত্যিই দানব, তবে অন্য কথাও আছে

ক্রিস গেইল সত্যিই দানব, তবে অন্য কথাও আছে

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরমেটে সেরা ক্রিকেটার ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল। গেইল এতটাই ভালো খেলেন যে, তার অস্বাভাবিকতার কারণে তাকে দানব বলা হয়ে থাকে। এই দানব আসবেন বলে কৌতূহলের শেষ নেই ক্রিকেটভক্তদের। গেইল যে দলের হয়েই বিপিএল খেলতে নামুক এটা বড় কথা নয়। বিপিএলে কেমন খেলেন তিনি এটা দেখার জন্যই সবার কৌতূহল। এর আগে ৫ ম্যাচের চুক্তি থাকলেও দেড়িতে আসার কারণে বরিশালের হয়ে বাকি সবগুলো ম্যাচে খেলতে পারেন তিনি। ক্রিস্টোফার হেনরি গেইল তার স্বদেশি লুইসের সাথে এই টিমের ওপেনার হিসাবে মাঠে নামবেন। আজ (শুক্রবার) গেইলের ঢাকার মাটিতে পা রাখার দিন। বরিশাল বুলসের কর্মকর্তারা যা জানান তাতে বিকাল চারটার দিকে দেশের মাটিতে অবতরণ করার কথা তার। এর আগে বিপিএলে ছয় ম্যাচে ১০০.৫০ গড়ে ৪০২ রান করেছেন গেইল। এই রান রেট ধরে রাখতে পারলে অসহায় হতে হবে গেইলের প্রতিপক্ষ দলকে। বরিশাল টিম এমনিতেই বেশ উপমায় রয়েছে। ৬ ম্যাচের ৫টিতে জয় পেয়ে টুর্নামেন্ট সেরার বিবেচনায় রয়েছে বরিশাল টিম। গেইল ছন্দ পেলে সাফল্য বরিশালের ঘরে যাবে বলে ধরেই নেয়া যায়। তবে গেইল ইদানিং যে সবগুলো ম্যাচে ভালো খেলে আসছেন তা কিন্তু নয়। ব্যাট হাতে শূণ্য রানে আউট হওয়াসহ নানা পরাস্ত হওয়া ইনিংস তো রয়েছেই। এ দিক থেকে বলা যায় গেইলের উপর নির্ভরশীল হয়ে পড়লে অর্জিত সাফল্যটুকুও ম্লান হতে পারে বরিশাল টিমের। আইকন ক্রিকেটাররা দলে থাকলে যে সাফল্য আসে পরিসংখ্যান এর পক্ষে নয়। বরিশাল টিমের লুইস আইকন নন। এর আগে খুব কম ক্রিকেটভক্তরাই তাকে চিনতেন। মাঠে ভুমিকা রাখছেন তিনি। বরিশাল টিমে সাব্বির ও নাফিসের মত তারকা ক্রিকেটার রয়েছেন কিন্তু এখন দলের বোঝা হয়েই রয়েছেন তারা। দলের এত বড় বড় জয়ে কোনো ভুমিকা নেই তাদের। আইকন নয়, মাঠে কে কি করল এই বিষয়টি মাথায় রেখেই অগ্রসর হলেই লক্ষ্যে পৌঁছতে পারবে দল মালিকগুলো। কয়েকদিন আগে ক্যারিবীয়ান লিগে গেইলের দলের ভরাডুবি হয়েছে। সেখানে শিরোপা জিতেছে শাহরুখ খানের বার্বাডোজ। অন্যদিকে আইপিএলেও পরাস্ত হয় গেইলের টিম। এই গেইল মুখে চন্দন ফুল নিয়ে আসছেন কিনা সেটাই দেখার বিষয়। ৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে