শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০১:৫০:৫২

রায়ানের ব্যাটিংয়ে ঘুরে গেল ম্যাচ, আমলাদের মাথায় হাত!

রায়ানের ব্যাটিংয়ে ঘুরে গেল ম্যাচ, আমলাদের মাথায় হাত!

স্পোর্টস ডেস্ক : বর্তমানের ভারতের সেরা বোলার রবি চন্দ্র অশ্বিন। অশ্বিনের বোলিংয়ে দক্ষিণ আফিকা কুপোকাত হয়। এখন রয়েছে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায়। নিজের প্রথম ইনিংসে ব্যাট হাতেও ভেলকি দেখান ভারতের এই বোলার। অশ্বিন-রায়ানের ব্যাটিংয়ে ঘুরে গেল ম্যাচ, আর আমলাদের মাথায় হাত! ভারতের ব্যাটসম্যান অজিঙ্কা রায়ানের ব্যাটে সাফল্যতো ছিলই। রায়ানে ১২৭ রান করেন। রায়ানের রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অশ্বিনের ব্যাটে। অশ্বিনের ব্যাটিংয়ে তিনশ রানের কোটায় যায় ভারতের সংগ্রহ। ১৯৮ রানে বিদায় নেন ভারতের ৭ জন ব্যাটসম্যান। সেখান থেকে রায়ানে ও অশ্বিন দলকে নিয়ে যান সন্মানজনক যায়গায়। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৩৪ রান। শেষের ধাক্কায় এই অবস্থানে আসে ভারতের স্কোর। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে অ্যাবট ৫টি, পেট্টিড ৪টি ও তাহির ১টি উইকেট শিকার করেন। আফ্রিকার বোলারা সফল হলেও রায়ানে ও অশ্বিনকে সহজে বস মানাতে পারেননি তারা। চলতি টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ভারতের বিপক্ষে কোনা ঝলমলে সংগ্রহ দাঁড় করাতে পারেনি। সেদিক থেকে ধারনা এই রানের সাথে পাল্লা দিতেই বেগ পেতে হবে আমলাদের। ৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে