শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৭:৩২

আমিরকে জাতীয় দলে নেয়ার জন্য যে শর্ত দিয়েছে পিসিবি

আমিরকে জাতীয় দলে নেয়ার জন্য যে শর্ত দিয়েছে পিসিবি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৫ বছর ধরে জাতীয় দলের বাইরে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির। সেই আমির ডাক পেয়ে ছুটে আসেন বিপিএল খেলতে। বিপিএলে জ্বলে ওঠেন মোহাম্মদ আমির। চট্টগ্রাম ভাইকিংসের হয়ে আসর কাঁপান তিনি। ব্যক্তিগতভাবে দারুণ খেলেছেন আমির। চট্টগ্রামের সেরা বোলার হয়েছেন তিনি। টিমের পক্ষে সর্বোচ্চ ১১টি উইকেট শিকার করেছেন এই বিশ্বতারকা। মোহাম্মদ আমিরের কারণেই বিপিএলের দিকে দৃষ্টি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বিপিএলে মুগ্ধ পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়্যারম্যান মোহাম্মদ শাহরিয়ার খান বলেছেন, বিপিএলে দৃষ্টি দিয়ে আমিরের পারফর্ম আমি দেখেছি। তার ক্রিকেট আমাকে মুগ্ধ করেছে। সে পাকিস্তানের জাতীয় টিমে খেলার দাবি রাখে। তার বিষয়ে দলের প্রধান কোচ ওয়াকার উইনুসের সাথে কথা বলেছি। দলে তাকে ফিরিয়ে নেয়ার বিষয়ে আমরা আলোচনা করেছি। শাহরিয়ার খান জানান, তবে দলে ফেরার জন্য তাকে নম্রতা ও ভদ্রতা দেখাতে হবে। তিনি জানান, এই শর্তে পাশ করলে জাতীয় দলে সুযোগ দেয়া হবে মোহাম্মদ আমিরকে। ৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে