শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৫:৫৩

১১০ বছরের রেকর্ড স্পর্শ করবে ক্রিকেটের দুই পরাশক্তি

১১০ বছরের রেকর্ড স্পর্শ করবে ক্রিকেটের দুই পরাশক্তি

স্পোর্টস ডেস্ক: কোটলায় টেস্টের মধ্যে দিয়ে ক্রিকেটবিশ্বের প্রায় ১১০ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করবে ক্রিকেটবিশ্বের দুই পরাশক্তি দেশ ভারত-দক্ষিণ আফ্রিকা। এই রেকর্ডটা একটু ব্যতিক্রম। যেখানে জড়িয়ে থাকবে বোলারদের কৃতিত্ব। বিশেষ করে স্পিনারদের। রেকর্ডটি সিরিজের প্রথম দিনে উইকেট পতনের। ভারত-দক্ষিণ আফ্রিকা শেষ চার টেস্ট সিরিজের প্রথম দিন মিলিয়ে উইকেট পড়েছে মোট ৪১টি। চার বা তার চেয়ে কম টেস্ট হয়েছে, এমন যেকোনো দ্বিপক্ষীয় সিরিজে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি। অবশ্য এমন রেকর্ড ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের একার নয়, ভাগাভাগি করে নিতে হচ্ছে আরও দুটি সিরিজের সঙ্গে। এর আগেও যে দুবার চার বা কম টেস্টের সিরিজের প্রথম দিনে ৪১ উইকেট পড়ার রেকর্ড আছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে মোহালিতে প্রথম দিনে পড়েছিল ১২ উইকেট। ব্যাঙ্গালোরে বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল শুধু। সেখানে পড়েছিল ১০টি। তৃতীয় টেস্টে নাগপুরে প্রথম দিনে পড়েছে ১২টি উইকেট। আর কোটলায় টেস্টে প্রথম দিনে উইকেট পড়ল মাত্র ৭টি। আর মাত্র দুইটি উইকেট পড়লেই নতুন রেকর্ডের মালিক হতো ভারত-দক্ষিণ আফ্রিকা। ৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে