শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৩:১২

সালমান-আসিফ ভক্তদের দারুণ সুখবর দিলো পিসিবি

সালমান-আসিফ ভক্তদের দারুণ সুখবর দিলো পিসিবি

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিংয়ে দায়ে সাজা ভোগের পর মোহাম্মদ আসিফ ও সালমান বাটের জন্য খুলে দেওয়া হচ্ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দরজা। ২০১৬র জানুয়ারিতে শুরু ওয়ানডে কাপে তাদের খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে মোহাম্মদ আমিরকে জাতীয় দলে খেলানোর বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ২০১৬র ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে আসিফ ও সালমানের পুনর্বাসন প্রক্রিয়া। পিসিবির একজন মুখপাত্র বলেছেন, "চলমান ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট শেষ হওয়ার পর জানুয়ারিতে শুরু ওয়ানডে কাপে তাদের খেলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কায়েদ-ই-আযম ট্রফি শেষ হওয়ার সাথে তাদেরও সব পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে। এরপর তারা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টুর্নামেন্টটি।" ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পড়েন এই দুজন ও আমির। তাদের জেলও হয়েছিল। ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছিল। গেল সেপ্টেম্বরে তিনজনই নিষেধাজ্ঞা শেষ করেছেন। ৪ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে