শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:১১:৫৯

চট্টগ্রামপর্বে বিপিএল সেরা তিন ব্যাটসম্যান

চট্টগ্রামপর্বে বিপিএল সেরা তিন ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চট্টগ্রাম পর্বের খেলা। নভেম্বরের ৩০ তারিখ থেকে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত চারদিনে মোট ম্যাচ হয়েছে আটটি। এই আট ম্যাচে সর্বমোট রান হয়েছে ২১৮৮। ম্যাচ প্রতি গড়ে ২৭৩.৫ রান থেকেই বোঝা যায়, চট্টগ্রামের মাটিতে ব্যাটসম্যান এবং বোলারদের লড়াই হয়েছে প্রায় সমানে সমানেই। দিলশান, তামিমদের মতো হার্ডহিটার ব্যাটসম্যান থাকা স্বত্ত্বেও চট্টগ্রামের ঘরের দল চিটাগং ভাইকিংস অবশ্য ব্যাটিংয়ে খুব একটা মুগ্ধ করতে পারেনি নিজেদের দর্শকদের। চারদিনের প্রতিদিনই খেলতে নামা দলটির নিজেদের মাটিতে চার ম্যাচে সংগ্রহ ৫২৪ রান। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার শীর্ষে থাকা দুইজনই চিটাগং ভাইকিংসের ওপেনার। আট ম্যাচে ৪১.৪২ গড়ে ২৯০ রান করা তামিম ইকবাল রয়েছেন তালিকার একনম্বর স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক ভাইকিংস ওপেনার তিলকারত্নে দিলশান। আট ম্যাচে ৩২.৫৭ গড়ে দিলশানের মোট সংগ্রহ ২২৮ রান। তিন নম্বরে রয়েছেন আরেক শ্রীলংকান কুমার সাঙ্গাকারা। ৬ ম্যাচে ৪৪.৮০ গড়ে ২২৪ রান করেছেন ঢাকা ডায়নামাইটসের এই অধিনায়ক। ৪ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে