শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৫:০৫

সেদিন জয়সুরিয়াকে স্পিন বলেই আউট করেছিলেন মাশরাফি

সেদিন জয়সুরিয়াকে স্পিন বলেই আউট করেছিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মাশরাফি। বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বোলিং করার কথা ছিল না। কিন্তু ফিল্ডিংয়ে চোট পেয়ে আরেক পেসার ডলার মাহমুদ বেরিয়ে গেলে বাধ্য হয়ে বোলিং করতে হয়েছিল মাশরাফিকে। বৃহস্পতিবার আর সেই ঝুঁকি নেননি। চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেললেও বোলিং করেননি। তবে বোলিং করার ভাবনা একেবারের যে উঁকি দেয়নি তার মাথায়, সেটিও কিন্তু নয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “আমি কিন্তু ম্যাচের আগে কোচকে বলেছিলাম যে স্পিন করি! কিন্তু এসব টুর্নামেন্টে আসলে স্পিন করার সুযোগ থাকে না। করা উচিতও নয়, হালকা করে নেওয়ার সুযোগ নেই।” মাশরাফির স্পিন করার কথা শুনে অনেকে স্রেফ ‘মজা’ ভাবতে পারেন। আদতে কিন্তু তা নয়! বাংলাদেশের শীর্ষ ঘরোয়া ক্রিকেটে স্পিন বোলিং করেছেন মাশরাফি ও সফলও হয়েছেন! সেটাও আবার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ, আবাহনী-মোহামেডান লড়াইয়ে। সেটি ২০০৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগ। মাশরাফি তখন আবাহনীর অধিনায়ক এবং যথারীতি বাধিয়েছিলেন চোট। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ম্যাচে ঠিকই মাঠে নামলেন। শের-ই-বাংলায় সেই ম্যাচে সবাইকে চমকে দিয়ে করলেন অফ স্পিন। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট! মোহামেডানের হয়ে খেলতে এসেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া। নিজের প্রথম ওভারেই জয়াসুরিয়াকে আউট করেছিলেন মাশরাফি, কাভারে ক্যাচ নিয়েছিলেন রনি তালুকদার। বাকি একটি উইকেট ছিল সেই সময়ে দেশের অন্যতম মারকুটে ব্যাটসম্যান রাশেদুল হকের। ৪ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে