শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ১১:১৫:৩৯

পিএসএলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, দল পেয়েছেন যারা

পিএসএলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, দল পেয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক:পাকিস্তানের উদ্বোধনী টি-টোয়েন্টি লিগ পিএসএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১০ বছরের জন্য ৯৩ মিলিয়ন ডলারে ৫টি ফ্র্যাঞ্চাইজির স্বত্ব বিক্রি করা হয়েছে। ৫টি কোম্পানি করাচি, লাহোর, পেশাওয়ার, ইসলামাবাদ এবং কোয়েটা নামের দলগুলো কিনেছে। করাচিকে কিনেছে এআরওয়াই গ্রুপ, কোয়েটাকে কিনেছে ওমর এসোসিয়েসটস, কাতার অয়েল কিনেছে লাহোর ফ্র্যাঞ্চাইজির স্বত্ব। আর ইসলামাবাদকে কিনেছে লিওনাইন গ্লোবাল স্পোর্টস এবং পেশোয়ারকে কিনেছে হায়ার গ্রুপ। এ প্রসঙ্গে পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘যারা স্বত্ব কিনেছেন তাদের বৈশিষ্ট্য এই যে তারা ক্রিকেটের দুর্দান্ত ভক্ত। তাদের ক্রিকেটের এই আকর্ষণই লিগকে সফলতার পর্যায়ে নিয়ে যাবে। কোচদের নাম পরবর্তী ১০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে। আর খেলোয়াড়দের খসড়া এই মাসের শেষেই চূড়ান্ত হবে। পিএসলের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে হাবিব ব্যাংক। ম্যাচগুলো পাকিস্তান টেন স্পোর্টস এবং পিটিভি স্পোর্টসে সম্প্রচার করা হবে। টুর্নামেন্টটি ৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ হবে দুবাই এবং শারজায়। ৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে