শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৬:১৪

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এই প্রথম রেকর্ড!

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এই প্রথম রেকর্ড!

স্পোর্টস ডেস্ক : আইসিসি স্বীকৃত একদিনের ক্রিকেটে ইতিহাস গড়লেন নেপালের মাহাবুব আলম। একাই নিলেন ১০ উইকেট। আইসিসি ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনের খেলায় মোজামবিকের বিরুদ্ধে নেপালের বাহাতি পেস বোলার মাহাবুব আলম মাত্র ১২ রান দিয়ে তুলে নিলেন ১০ উইকেট। যা পৃথিবীর ক্রিকেট ইতিহাসে দুজন ক্রিকেটরাই করেছিলেন, একজন জিম লেকার ও অন্যজন অনিল কুম্বলে। ভারতের সাবেক অধিনায়ক তথা লেগ স্পিনার পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে সব কটি উইকেটই তুলে নিয়েছিলেন। তবে সেটা টেস্ট ক্রিকেটে। ৫০ ওভারেরে খেলায় ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব একমাত্র মাহাবুবেরই। এর আগে ২০০৮-এ, মাহাবুব আলম মায়ানমারেরে বিরুদ্ধে ৮ উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন। এবার নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। ০৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে