শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৪:৫৮

ফিফায় ৩ কর্মকর্তা আজীবন নিষিদ্ধ

ফিফায় ৩ কর্মকর্তা আজীবন নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিন কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এথিক্স কমিটি। নিষিদ্ধরা হলেন- মার্কেটিং নির্বাহী অ্যারন ডেভিড, তার সহযোগী কস্টাস তাক্কাস এবং ম্যাচ এজেন্ট মিগুয়েল ট্রুজিলো। তাদের প্রত্যেককে ১ মিলিয়ন সুইস ফ্রা বা ১.০৩ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ফুটবলে দুর্নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তে দোষী সাব্যস্ত হন ওই তিনজন। ৩ কর্মকর্তা আজীবন নিষিদ্ধ। 

এদিকে, মার্কিন আর্থিক ফেডারেল কোর্টের তদন্তের ভিত্তিতে শাস্তি হওয়াদের ফিফার এথিক্স কমিটি এই বড় ধরনের জরিমানা করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফিফায় বড় ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে সংস্থাটির বর্তমান এবং সাবেক নির্বাহী কমিটির পাঁচ সদস্যসহ ১৮জন কর্মকর্তাকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। বেআইনি কার্যকলাপে সংশ্লিষ্টতা, মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল। এদের অনেকেরই বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা হয়েছে।

দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় ফিফার এথিক্স কমিটি সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে