শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৬:০৯

বাংলাদেশ-ভারত লড়াইয়ে পরিসংখ্যান কী বলছে?

 বাংলাদেশ-ভারত লড়াইয়ে পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক: এরই মধ্যে এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচ শেষ হয়েছে। সুপার ফোরের ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় দুবাইয়ে শুরু হবে ম্যাচটি। তবে মাঠে নামার আগে এক নজরে দেখেনিন দুই দলের পরিসংখ্যান-

*এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডে খেলেছে দুইদল। যেখানে বাংলাদেশ ৫টি ও ভারত ২৭টি ম্যাচে জয় পেয়েছে।

*এশিয়া কাপে দুইদল মোট ১০টি ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশ ১টি ও ভারত ৯টি ম্যাচে জয় পেয়েছে।

*দুইদলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি রান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির (৬৫৪)।

*দুইদলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রানের ইনিংস বীরন্দ্রর শেবাগের (১৭৫ রান)।

*দুইদলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ সংখ্যক ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি।

*সর্বোচ্চ ১৬টি ছয় হাঁকিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

*দুইদলের মুখোমুখি লড়াইয়ে ভারতের সর্বোচ্চ রান ৩৭০ ও বাংলাদেশের ৩০৭।

*দুইদলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের সর্বনিম্ন রান ৫৮ ও ভারতের ১০৫।

*দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ২১টি উইকেট শিকার করেছেন মাশরাফি।

*দুই দলের মুখোমুখি সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন নাসির, ৭টি।

*দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল করেছেন মাহেন্দ্র সিং ধোনি, ২৮টি।

*সেরা বোলিং ফিগারটি দখল করেছেন স্টুয়ার্ট বিনি, ৪.৪ ওভারে ৪ রানে ৬ উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে