শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৪:২৮

বাংলাদেশের বিরুদ্ধে বড় ধাক্কা ভারতীয় শিবিরে

বাংলাদেশের বিরুদ্ধে বড় ধাক্কা ভারতীয় শিবিরে

স্পোর্টস ডেস্কঃ ‘টিম ইন্ডিয়া’র জন্য আজ অপেক্ষা করছে বাংলাদেশ। ভারত-পাক লড়াইয়ের বদলে ইদানীং কালে ভারত-বাংলাদেশ লড়াই বেশি উপভোগ্য হয়।
এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার ভারত। হংকং-এর বিরুদ্ধে কঠিন লড়াই হয়েছিল ‘টিম ইন্ডিয়া’র। 

পাকিস্তান ম্যাচের আগেই প্রমাদ গুনেছিলেন ক্রিকেটপাগলরা। বুধবার পাকিস্তানকে উড়িয়ে দেয় রোহিতের ভারত। বুধবারের ম্যাচ অবশ্য ভারতকে ধাক্কা দিয়ে গিয়েছে। এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচের বল গড়ানোর আগেই ব্যাকফুটে ‘টিম ইন্ডিয়া’। চোটের জন্য ছিটকে গিয়েছেন তিন ক্রিকেটার। 

বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পান হার্দিক পান্ডে। ভারতের এই অলরাউন্ডার পরীক্ষার পওে জেনেছেন পিঠের নীচের অংশে টান পড়েছে তার। এশিয়া কাপে আর নামা সম্ভব হবে না তার পক্ষে। তিনি খেলতে না পারায় দীপক চহ্বারকে খেলতে দেখা যেতে পারে। মাস কয়েক আগে চহ্বারের অভিষেক হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি-তে খেললেও ওয়ানডে খেলেননি তিনি। 

এরপর ভারতীয় দল থেকে ছিটকে গেলেন অক্ষর পটেল। বাঁ হাতের তর্জনীতে চোট পান পটেল। এশিয়া কাপ থেকে  অক্ষর পটেল ছিটকে যাওয়ায় রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া হচ্ছে। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে শার্দুল ঠাকুরের ডান কোমর ও কুঁচকি ফুলে গিয়েছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় আর দেখা যাবে না শার্দুলকে। তাঁর পরিবর্তে সিদ্ধার্থ কউলকে দেখা যেতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে