শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৬:৪৯

বিসিবিকে আমন্ত্রণ

বিসিবিকে আমন্ত্রণ

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ চলাকালে আফগান ক্রিকেট বোর্ড বিসিবিকে সফরের প্রস্তাব দিয়েছে। আফগানরা চাইছে বাংলাদেশ ক্রিকেট দল আফগান সফর করুক। ২০১৪ সালে প্রথম বার টাইগার বাহিনী ২২ গজি উইকেটে আফগান ক্রিকেট দলের বিপক্ষে ওডিআই খেলতে নেমেছিল। এরপর ২০১৮ অবদি ৬টি ওডিআই খেলে ফেলেছে দুই দল। তাতে জয়ের সংখ্যা সমান। কিন্তু এই ৬ ম্যাচের মধ্যে কোনটাই আফগানদের ঘরের মাঠে অনুষ্ঠিত হয়নি। 
আফগানদের দেশে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত না হবার প্রধান কারণ ছিল পাকিস্তানে ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলকে আক্রমন আর এর সঙ্গে তালেবান বাহিনীর আফগানে যুদ্ধে লিপ্ত হওয়া। 

সব মিলিয়ে দুই দেশে কোন আন্তর্জাতিক ক্রিকেট আসর হয় না। পাকিস্তান ২০০৯ সালের আগে হলেও আফগানে এখনও কোন বড় ক্রিকেট খেলুৃড়ে দেশ সফরে যায়নি। আফগানরা সেই ধারা থেকে বেরিয়ে আসতে চাইছে।

এশিয়া কাপ চলাকালে আফগান ক্রিকেট বোর্ড বিসিবিকে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে।
তবে বিসিবি এ প্রসঙ্গে আফগান ক্রিকেট বোর্ডকে কোন ইতিবাচক তথ্য দেয়নি বলেও একটি সূত্র জানিয়েছে। বিসিবি শুধু সিডিউলে কোন জায়গা নেই বলেই জানিয়েছে আফগানদের। কিন্তু আফগান ক্রিকেট বোর্ড ৩টি ওডিআই ম্যাচ বিশ^কাপ-২০১৯ এর প্রস্তুতি হিসেবে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলতে আগ্রহ প্রকাশ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে