স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আঙুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। ইনজুরি সমস্যার কারণে আপাতত দেশেই অবস্থান করছেন সাকিব। ইনজুরিতে থাকলেও একদম বসে নেই সাকিব। বিভিন্ন বিজ্ঞাপনের কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি সাকিবের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সাকিব নেভি ব্লু স্যুটের সঙ্গে হলুদ-সাদা কালারের লুঙ্গি, পায়ে স্পঞ্জের স্যান্ডেল পড়ে একটি স্টুডিওতে দাঁড়িয়ে আছেন। কোন বিজ্ঞাপনের জন্য সাকিব এই ছবিটি তুলেছেন নাকি নিজেই এমনিতে কোন উদ্দেশ্য ছাড়াই ছবিটি তোলা সেটা এখনো জানা যায়নি।
সাকিবের নিজের অফিসিয়াল ফেসবুক পেজেই নিজের এই ছবি আপলোড করেন। আপলোড করার সঙ্গে সঙ্গে ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।