রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ০৩:৫৭:১১

ছয় ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা এবং ইতিমধ্যে কেনা খেলোয়াড়ের তালিকা

ছয় ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা এবং ইতিমধ্যে কেনা খেলোয়াড়ের তালিকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে নিলামে উঠেছেন দেশি ১৮৬ ও বিদেশি ৩৬৫ ক্রিকেটার।

আজ অনুষ্ঠিত হবে বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। অন্য সব আইকন খেলোয়াড়দের দল আগেই নিশ্চিত হয়ে গেলেও বাকি ছিলেন শুধু মুশফিকুর রহিম। গত আসরে মুশফিকুর রহিম রাজশাহী কিংসের আইকন খেলোয়াড় ছিলেন। কিন্তু এবার মুশফিককে ছেড়ে দিয়েছে রাজশাহী।

সাতটি দলের অংশগ্রহণে আগামী জানুয়ারির শুরুর দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। সাত দলের জন্য মোট সাতজন খেলোয়াড়কে আইকন করা হয়েছে।

ছয় ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা এবং ইতিমধ্যে কেনা খেলোয়াড়ের তালিকাঃ

ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (আইকন), সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল ও কাইরন পোলার্ড (ধরে রাখা)। জেসন রয় ও আন্দ্রে রাসেল (কেনা)।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, শোয়েব মালিক ও মোহাম্মদ সাইফউদ্দিন (ধরে রাখা)। লিয়াম ডসন ও অ্যাশেলা গুনারত্নে (কেনা)।

সিলেট সিক্সার্স : লিটন দাস (আইকন), সাব্বির রহমান, নাসির হোসেন ও সোহেল তানভীর (ধরে রাখা)। ডেভিড ওয়ার্নার ও স্বন্দীপ লামিচানে (কেনা)।

রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা (আইকন), ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন (ধরে রাখা)। আলেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্স (কেনা)।

খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রেথওয়েট ও আরিফুল হক (ধরে রাখা)। ডেভিড মালান ও লুইস গ্রেগরি (কেনা)।

রাজশাহী কিংস : মোস্তাফিজুর রহমান (আইকন), মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান ও মুমিনুল হক (ধরে রাখা)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে