রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ০৪:২৩:৩৮

একনজরে বিপিএলে কে কোন দলে

 একনজরে বিপিএলে কে কোন দলে

স্পোর্টস ডেস্ক: রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এখন চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটের প্রথম সেটে দেশি খেলোয়াড়দের মধ্যে সৌম্য সরকারকে দলে নিয়েছে রাজশাহী কিংস। তাসকিন আহমেদকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স। প্রথম সেটে প্রতিটি দল দুইজন করে দেশি খেলোয়াড় দলে নিয়েছে।

এবারও রংপুর রাইডার্স এর হয়ে খেলবেন ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল। তার সঙ্গে এবার যোগ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

২৮ দেশি ক্রিকেটার কে কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তা নিচে দেয়া হলো-

জহুরুল ইসলাম (খুলনা টাইটানস), সৌম্য সরকার (রাজশাহী কিংস), মোসাদ্দেক হোসেন (চিটাগং ভাইকিংস), রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস), আফিফ হোসেন (সিলেট সিক্সার্স), আবু হায়দার (কুমিল্লা ভিক্টোরিয়ানস), শফিউল ইসলাম (রংপুর রাইডার্স), সোহাগ গাজী (রংপুর রাইডার্স), এনামুল হক (কুমিল্লা ভিক্টোরিয়ানস), তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স), নুরুল হাসান (ঢাকা ডায়নামাইটস), আবু জায়েদ (চিটাগং ভাইকিংস), ফজলে রাব্বি (রাজশাহী কিংস), শরিফুল ইসলাম (খুলনা টাইটানস), ফরহাদ রেজা (রংপুর রাইডার্স), আরাফাত সানি (রাজশাহী কিংস), সৈয়দ আহমেদ (চিটাগং ভাইকিংস), আল আমিন হোসেন (সিলেট সিক্সার্স), রনি তালুকদার (ঢাকা ডায়নামাইটস), তাইজুল ইসলাম (খুলনা টাইটানস), মেহেদি হাসান (কুমিল্লা ভিক্টোরিয়ানস), জিয়াউর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ানস), মোহাম্মদ আল আমিন (খুলনা টাইটানস), শুভাগত হোম চৌধুরী (ঢাকা ডায়নামাইটস), তৌহিদ হৃদয় সিলেট সিক্সার্স), নাঈম হাসান (চিটাগং ভাইকিংস), আলাউদ্দিন বাবু (রাজশাহী কিংস), মেহেদী মারুফ (রংপুর রাইডার্স)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে