রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ০৫:৫৬:১৩

যে কারণে এবারও মাশরাফির দল সবচেয়ে শক্তিশালী

 যে কারণে এবারও মাশরাফির দল সবচেয়ে শক্তিশালী

স্পোর্টস ডেস্ক: আজ রবিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে। আর এবারও মাশরাফির দল সবচেয়ে শক্তিশালী।

সেখান থেকেই আসন্ন আসরের জন্য দেশি-বিদেশি মিলে ১৮ জন ক্রিকেটার দলে ভিড়িয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসন্ন আসরের জন্য এর আগেই ছয় জন ক্রিকেটারকে নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স।

আর তারা হলেন- মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস। অন্যদিকে প্লেয়ার ড্রাফট থেকে আজ আরো ১২ জনকে ভিড়িয়েছে রংপুর।

১৮ সদস্যের রংপুর স্কোয়াডে ১১ জন দেশি ক্রিকেটারের পাশাপাশি রয়েছেন ৭ জন বিদেশি ক্রিকেটার। তারা হলেন- অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, ক্রিস গেইল, ওশান থমাস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো।

বিপিএলের এবারের আসরের জন্য রংপুর রাইডার্সের স্কোয়াড-

দেশিঃ মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন,শফিউল ইসলাম, সোহাগ গাজি, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, ফারদিন হোসেন এনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী।

বিদেশিঃ ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল ও ওশান থমাস।

উল্লেখ্য, আগামী বছরের ৫ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসরের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে