শুক্রবার, ০২ নভেম্বর, ২০১৮, ০৮:১৮:২২

‘দ্য ফাইভ মিনিট বেল’, এবার তৃতীয় ভেন্যু হিসেবে এমনটি ঘটতে যাচ্ছেন সিলেট স্টেডিয়ামে

‘দ্য ফাইভ মিনিট বেল’, এবার তৃতীয় ভেন্যু হিসেবে এমনটি ঘটতে যাচ্ছেন সিলেট স্টেডিয়ামে

স্পোর্টস ডেস্ক: আগামীকাল ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

আর উদ্বোধনী ওই টেস্ট ম্যাচের জন্য মহাসমারোহে প্রস্তুতি নিচ্ছে সিলেট। বিভিন্ন ধরণের আয়োজনের পাশাপাশি রয়েছে বিশেষ কিছু উদ্যোগ। আর অভিষেক টেস্টটি শুরু হবে লন্ডনের বিখ্যাত লর্ডস স্টেডিয়ামের মতো ঘণ্টা বাজিয়ে।

যা কিনা ‘দ্য ফাইভ মিনিটস বেল’ নামে পরিচিত। আর এই রীতি লর্ডসে চালু হয়েছে ২০০৭ সালে। কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের হাত ধরে সে সময় এই প্রথা শুরু করা হয়েছিল। এরপর ২০১২ সালে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে এই রীতি চালু করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

এবার তৃতীয় ভেন্যু হিসেবে এমনটি ঘটতে যাচ্ছেন সিলেটে। আর এই ঘন্টা বাজানোর সম্মাননাটি পাবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সংবাদ সম্মেলনে এমনটিই নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য ঐতিহ্য হলো একটা বেল রাখা হয়। এখন অনেক জায়গায় ইলেক্ট্রনিক্স বেলও রাখা হয়। বা অন্যভাবেও ব্যবস্থা করা হয়। তো আমরা চিরায়ত ঐতিহ্যের কাছেই ফিরে যেতে চাই। সেকারণেই আমরা একটা বেল স্থাপন করব।’

এছাড়াও সিলেট টেস্টের টস অনুষ্ঠিত হবে একটি বিশেষ স্মারক মুদ্রা দিয়ে। দুই দলের ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হবে স্মারক। পাশাপাশি সিলেটের টেস্ট ক্রিকেটারদের জানানো হবে বিশেষ সম্মাননা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে