শনিবার, ০৩ নভেম্বর, ২০১৮, ০৯:২০:৫৯

আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পাকিস্তানের

আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। শুক্রবার রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইদের ছয় উইকেটে পরাজিত করে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের এক নম্বর দলটি।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসনের ত্রিশোর্ধ্ব রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে নিউজিল্যান্ড। মুনরো ২৮ বলে ৪৪ রান, অধিনায়ক উইলিয়ামসন ৩৭ এবং কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৪৪ রান করেন। ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন পাকিস্তানি তরুণ পেসার শাহীন আফ্রিদি। মোহাম্মদ হাফিজ ও ইমাদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ২৪ রান করে দলীয় ৪০ রানেই ফখর জামান সাজঘরে ফিরলেও বাবর আজম (৪০), আসিফ আলী (৩৮) ও অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের (৩৪) ব্যাটে ভর করে ৬ উইকেট হাতে রেখে ২ বল থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ম্যান অব দ্যা ম্যাচ হন শাহীন আফ্রিদি।

এর আগে, সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় জয় পায় পাকিস্তান। ৪ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে