শনিবার, ০৩ নভেম্বর, ২০১৮, ০৫:২৬:৩৯

বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম দিনের খেলা শেষ, যা হলো সর্বশেষ স্কোর

  বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম দিনের খেলা শেষ, যা হলো সর্বশেষ স্কোর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেষ্ট সিরিজের প্রথম টেষ্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। প্রথম দিনে খেলা হয়ে ৯১ ওভার। আর এই সময়ে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান করেছে জিম্বাবুয়ে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। দলীয় ৪৭ রানের মাথায়ই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। তাইজুলের জোড়া আঘাত সামলে জিম্বাবুয়েকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন মাসাকাদজা ও সেন উইলিয়ামস। তবে দলীয় ৮৫ রানের মাথায় আবু জায়েদ রাহির বলে ৫২ রান করে মাসাকাদজা ফিরে গেলে ভাঙে এই জুটি।

এরপর সেন উইলিয়ামসের সাথে জুটি বাধেন সিকান্দার রাজা। বাংলাদেশের মাথা ব্যথা হয়ে উঠে এই জুটি। শেষ পর্যন্ত নাজমুল ইসলাম অপুর বলে ১৯ রান করে দলীয় ১২৯ রানের মাথায় রাজা বিদায় নিলে ভাঙে এই জুটি।

তবে বাংলাদেশের মাথা ব্যথা হয়ে উইকেটে থেকে যান উইলিয়ামস। এগিয়ে যান সেঞ্চুরীর দিকে। পিটার মুরকে সাথে নিয়ে আরেকটি ৭২ রানের জুটিও গড়েন তিনি। তবে দলীয় ২০১ রানের মাথায় ব্যক্তিগত ৮৮ রান করে রিয়াদের বলে স্লিপে মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন তিনি।

এরপর দিনের বাকিটা সময় ৩৫ রানের জুটি গড়ে কাটিয়ে দেন পিটার মুর (৩৭) ও চাকাবা (২০)।

বাংলাদেশের পক্ষে তাইজুল দুটি, আবু জায়েদ, নাজমুল অপু ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট লাভ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে