অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষণা
স্পোর্টস ডেস্ক: আগামী বছর বাংলাদেশের মাটিতে আবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আজ দেশের কোন কোন মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হবে এবং কত তারিখে শুরু হবে ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে আজ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের আটটি ভেন্যুতে বিশ্বকাপ হবে ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সূচি ঘোষণার অনুষ্ঠানে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও আইসিসির মহা ব্যবস্থাপক (ক্রিকেট) জেফ এলারডিস। ছিলেন বিসিবির অন্যান্য কর্মকর্তারাও। তবে অনুষ্ঠানের সব আলো কেড়ে নেন ওই তিন ক্রিকেটারই—সাঙ্গাকারা, তাসকিন ও মুস্তাফিজ।
ফটোসাংবাদিকদের অনুরোধেও মাঝখানে এলেন না কুমার সাঙ্গাকারা। ট্রফিটা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের হাতে ধরিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, ‘আমি তো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট কখনো খেলিনি। ওরা খেলেছে...ওরা থাকুক, আমি সঙ্গে আছি।’
নিজের যুব বিশ্বকাপে না খেলা নিয়ে সাঙ্গাকারার রসিকতা ‘ওই সময় আমি হয়তো ততটা ভালো খেলতাম না...।’ তবে ক্যারিয়ার জুড়েই সাক্ষী হয়েছেন এই টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের প্রতিভার, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা অনেক ক্রিকেটারকেই দেখেছি। অল্প বয়সেই প্রতিভার স্বীকৃতি পেয়ে যাওয়াটা দারুণ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও তারা দক্ষতা দেখানোর সুযোগ পাচ্ছে। এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের পেশাদারি, ক্রিকেটের কাঠামো এবং তাদের প্রতি মানুষের প্রত্যাশার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরের ধাপে গিয়ে কী করতে হবে, সে ধারণাটাও এখান থেকেই পেয়ে যায় ওরা।’
ঢাকার দুটি ভেন্যু ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের খেলাগুলো। এগুলোর মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে ৯টি, ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়াম থেকে ৭টি এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ৪টি খেলা সম্প্রচার করা হবে।
এবারের যুব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া। ২৭ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এম এ আজিজ স্টেডিয়ামে খেলবে ইংল্যান্ড ও ফিজি।
৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল