বিপিএলে রান না পাওয়ার ব্যাখ্যা দিলেন নাসির
স্পোর্টস ডেস্ক: বুধবার বিপিএলের ২৭ তম ম্যাচে সিলেট সুপার স্টার্সের কাছে বিশাল ব্যবধানে হারতে হয়েছে আইকন তারকা খেলোয়াড় নাসির হোসেনের দল ঢাকা ডায়নামাইটসকে। এদিন দলে পক্ষে ২৩ বলে দুটি ছক্কা ও চারের সাহায্যে ৩১ রান করেন নাসির। বিপিএল এখন পর্যন্ত একবারও ত্রিশের ঘর পার হতে পারেননি তিনি। এর ব্যাখ্যায় ঢাকার এই আইকন খেলোয়াড় জানান, ‘তার পরে আর ব্যাটসম্যান না থাকায় স্বাধীনতা নিয়ে খেলতে পারছেন না তিনি। ’
বুধবার ম্যাচ শেষে নাসির বলেন, ‘আমি অনেকগুলো ম্যাচেই ৩০ রান করেছি। এটা বড় করতে পারছি না। পেছনে যদি অনেক ব্যাটসম্যান থাকতো তাহলে সাহস নিয়ে খেলা যেত। আমি যদি আউট হয়ে যাই পরে কে খেলবে, এই ব্যাপারটা আমার মধ্যে কাজ করে। আমার পেছনে তো আর কোনো ব্যাটসম্যান নেই। এজন্য আমি একটু স্লো ব্যাটিং করছি।’
তবে এই পরিস্থিতি নতুন নয় টাইগার নাসিরের জন্য। জাতীয় দলেও প্রায় একই অবস্থায় পড়তে হয় তাকে। বিপিএলে কেন পাচ্ছে না খেলা শেষে তার ব্যাখ্যাও দিলেন নাসির। তিনি জানান, ‘এটা টি-টোয়েন্টি খেলা। সবকিছু স্কোরের ওপর নির্ভর করে। চেষ্টা করছি স্কোর করার জন্য। আমি তো ওইরকম বিগ হিটার না যে নামব আর ধুমধাম ছয় মারবো। আমারও একটু সময় দরকার হয় ব্যাটিংয়ে গিয়ে, চেষ্টা করছি। ’
৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�