সন্দেহের মুখে শেখর ধাওয়ান
স্পোর্টস ডেস্ক: ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শেখর ধাওয়ান। কিন্ত সাম্প্রতিক সময়গুলোতে ব্যাট হাতে তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। দেশের মাটিতে সদ্য শেষ হওয়া সাউথ আফ্রিকার সাথে চার টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ খেলে সাত ইনিংসে করেছেন মাত্র ১৫০ রান। এতোদিন ব্যাট হাতে খবরের শিরোনাম হওয়া শেখর এবার আলোচনায় আসলেন তার বোলিং অ্যাকশন নিয়ে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শেখর ধাওয়ানের বোলিং অ্যাকশনি নিয়ে প্রশ্ন তুলেছে।
সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ ইনিংসে হাশিম আমলা আর ডি ভিলিয়ার্স ম্যাচ ড্র করার লক্ষ্যে ভারতের মূল বোলারদের সব চেষ্টা ব্যর্থ করে বলের পর বল ঠেকিয়ে যাচ্ছিলেন। তখন তাদের জুটি ভাঙতে নিরুপায় হয়ে অধিনায়ক বিরাট কোহলি বল তুলে দেন ধাওয়ানের হাতে। তিন ওভার বল করে নয় রান দেন ধাওয়ান।
ওই তিন ওভারেই ঘরে অঘটন। বোলিং অ্যাকশন দেখে ম্যাচ অফিশিয়ালদের মনে প্রশ্ন জাগে। পরবর্তীতে তাদের পক্ষ থেকে রিপোর্ট জমা দেয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। আগামী ১৪ দিনের মধ্যে ধাওয়ানকে আইসিসির মুখোমুখি হয়ে নিজের অ্যাকশনের বৈধতার প্রমাণ দিতে হবে। তবে এই ১৪ দিন সময়কালের মধ্যে বল করতে নিষেধাজ্ঞা নেই তার ওপর।
৯ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল