স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্স ছেড়ে মুখোমুখি হচ্ছে চিটাগাং ভাইকিংস। উদ্বোধনী এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে দু’দল।
অন্য আসরের তুলনায় এবারের আসরে বেশ শক্তিশালী দল গড়েছে চিটাগাং ভাইকিংস। লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম সহ রয়েছে সেকেন্দার রাজা, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ আশরাফুল।
উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের একাদশে ওপেনিং জুটিতে থাকছেন দুই বিদেশি লুক রনকি এবং মোহাম্মদ শেহজাদ। টপ অর্ডারে সাদমান ইসলাম সহ রয়েছেন মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম।
এছাড়াও একাদশের দেখা যেতে পারে জিম্বাবুয়েন অলরাউন্ডার সেকেন্দার রাজা, মোসাদ্দেক হোসেন এবং রবি ফ্রিলিনক।একাদশে আরো দেখা যেতে পারে সানজামুল ইসলাম আবু জাহেদ এবং খালেদ আহমেদ কে।
উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের সম্ভাব্য একাদশ: লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রিলিনক, সানজামুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, আবু জায়েদ, খালেদ আহমেদ।
চিটাগং ভাইকিংসের দল: মুশফিকুর রহিম, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), লুক রনকি (নিউজিল্যান্ড), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), সানজামুল ইসলাম, মোসাদ্দেক, আবু জায়েদ, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রবি ফ্রিলিনক (দ. আফ্রিকা), ক্যামেরুন দেলপোর্ত (দ. আফ্রিকা), দাশুন সানাকা (শ্রীলংকা), সৈয়দ খালিদ আহমেদ, নাজিবুল্লাহ জাদরান (আফগান্তিস্তান), নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী, নাহিদুরজ্জামান, সাদমান ইসলাম।