সোমবার, ০৭ জানুয়ারী, ২০১৯, ০৪:৩২:৩০

বিপিএল ইতিহাসে লজ্জার এক রেকর্ডের শীর্ষে ইমরুল!

বিপিএল ইতিহাসে লজ্জার এক রেকর্ডের শীর্ষে ইমরুল!

স্পোর্টস ডেস্ক: গতকাল রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি হয়েছিল সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ম্যাচে এক লজ্জার রেকর্ড গড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ইমরুল কায়েস। বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

সিলেটের বিপক্ষে মোহাম্মদ ইরফানের বলে শূন্য রানে বোল্ড হয়ে ফিরেছিলেন তিনি। সিলেটের বিপক্ষে মাঠে নামার আগেও এই রেকর্ডে শীর্ষে ছিলেন ইমরুল। আবারো এই রেকর্ডে এগিয়ে গেলেন ইমরুল। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বর্তমানে রংপুর রাইডার্সের হয়ে খেলা মোহাম্মদ মিথুন (ছয় বার)।

মিথুনের সমান ছয়বার রানের খাতা না খুলেই ফিরেছেন বর্তমানে সিলেট সিক্সার্সের হয়ে খেলা সাব্বির রহমান রুম্মান। এ তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। এদিকে সমান পাঁচটি করে ডাক নিয়ে তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছেন রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস), কেভন কুপার (এবারের বিপিএলে খেলছেন না), এনামুল হক (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ও মুশফিকুর রহিম (চিটাগাং ভাইকিংস)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে