সোমবার, ০৭ জানুয়ারী, ২০১৯, ০৬:২৫:০৩

বিদেশি তারকাদের দাপট, দেশি ক্রিকেটারদের মধ্যে শীর্ষে শুভাগত

বিদেশি তারকাদের দাপট, দেশি ক্রিকেটারদের মধ্যে শীর্ষে শুভাগত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠেছে গত ৫ই জানুয়ারি। এরই মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে সর্বোচ্চ দুইটি ম্যাচ খেলেছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং একটি করে ম্যাচ খেলেছে বাকিদলগুলো।

প্রথম চার ম্যাচ শেষে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন রংপুর রাইডার্সের ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। ২ ম্যাচে ৮৪ রান করেছেন তিনি। তার পরেই আছেন তার সতীর্থ রাইলি রুশো। ২ ম্যাচে ৮৩ রান করেছেন তিনি।

এ তালিকায় তৃতীয় স্থানে আছেন ঢাকা ডায়নামাইটসের আফগান পাওয়ার হিটার হযরতউল্লাহ জাজাই। এক ম্যাচ খেলেই ৭৮ রান করেছেন তিনি। এ তালিকায় চতুর্থ স্থানে আছেন খুলনা টাইটান্সের আইরিশ ব্যাটসম্যান পল স্টারলিং। এক ম্যাচ খেলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি।

এ তালিকায় পঞ্চম স্থানে আছেন সিলেট সিক্সার্সের নিকোলাস পুরান। তিনি এক ম্যাচ খেলে ৪১ রান করেন। এ তালিকার সেরা দশে কেবল তিনজন বাংলাদেশি ব্যাটসম্যান। ১৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে ঢাকা ডায়নামাইটসের শুভাগত হোম সুনীল নারাইনের সাথে যৌথভাবে আছেন ৭ নম্বরে।

৩৫ রান নিয়ে এ তালিকায় নবম স্থানে আছেন তামিম ইকবাল। ৩৩ রান নিয়ে এ তালিকায় দশে আছেন জুনায়েদ সিদ্দিকী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে