সোমবার, ০৭ জানুয়ারী, ২০১৯, ০৮:৪৪:৪৮

বিপিএল থেকে দুর্দান্ত এক অলরাউন্ডার খুঁজে পেল বিসিবি!

বিপিএল থেকে দুর্দান্ত এক অলরাউন্ডার খুঁজে পেল বিসিবি!

স্পোর্টস ডেস্ক: এরইমধ্যে নিজেকে দারুণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার নাঈম হাসান। শুধু বল হাতেই নয় ব্যাট হাতেও নিজের উন্নতি করতে দৃঢ় প্রত্যয়ী এই ক্রিকেটার। ইতোমধ্যে নিজে অনেকটাই প্রমাণ করে ফেলেছেন তিনি।

চিটাগং ভাইকিংসের প্রধান কোচ সাইমন হেলমট নাঈমে ভবিষ্যৎ অলরাউন্ডারের আভাস পাচ্ছেন। মাথা খাটিয়ে বোলিং করায় পটু নাঈম নিজের ব্যাটিংয়েও উন্নতি করছেন, ধারণা বিসিবির এইচপি দলের অস্ট্রেলিয়ান কোচ হেলমটের।বিপিএল থেকে দুর্দান্ত এক অলরাউন্ডার খুঁজে পেল বিসিবি!

‘নাঈম দুর্দান্ত একজন ক্রিকেটার। সে অলরাউন্ডার হচ্ছে। সে মাঠে অনেক দারুণ ভূমিকা পালন করে। নাঈম বুদ্ধিমত্তা সম্পন্ন একজন অফস্পিনার। সে উন্নতি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ একজন ক্রিকেটার।’

বিপিএলের ষষ্ট আসরের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বল হাতে অসাধারণ ছিলেন চিটাগংয়ের নাঈম। চার ওভারের কোটা পূরণ করে দিয়েছেন মাত্র ১০ রান, সাথে নিয়েছেন দুটি উইকেট। ব্যাট হাতেও দলের প্রয়োজনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। দলের কঠিন পরিস্থিতিতে তাঁর ব্যাট থেকে এসেছে ১০ রান।

জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেকেই নিজের বোলিং এবং ব্যাটিংয়ের সামর্থ্য প্রমাণ করেছেন তিনি। উইন্ডিজদের বিপক্ষে ঘরের মাঠে অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে গড়েছেন কনিষ্ঠ বোলার হিসেবে বিশ্ব রেকর্ড।

টাইগারদের বিপর্যয়ে শেষের দিকে এসে তাইজুল ইসলামের সাথে ধরেছেন অসাধারণ জুটি। যার বাংলাদেশকে চিটাগং টেস্টের প্রথম ইনিংসে এনে দিয়েছিল লড়াই করার পুঁজি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে