মঙ্গলবার, ০৮ জানুয়ারী, ২০১৯, ১০:৩৯:০৫

তৃতীয় ওয়ানডেতেও ৩৬৪ রানের বিশাল সংগ্রহ নিউজিল্যান্ডের

 তৃতীয় ওয়ানডেতেও ৩৬৪ রানের বিশাল সংগ্রহ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মার্টিন গাপটিল। দ্বিতীয় ম্যাচে ঝড় তুলেছিলেন কলিন মুনরো। তবে তৃতীয় ম্যাচে রান পাননি তারা কেউই। কিন্তু তাতে কি? নিউজিল্যান্ডের বড় রান তাতে থেমে থাকেনি।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৬৪ রানের বিশাল সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

প্রথম ৩১ রানের মধ্যেই গাপটিল (২) ও মুনরোকে (২১) হারানো নিউজিল্যান্ডের হাল ধরেন টেলর ও উইলিয়ামসন। দুজনে মিলে রানকে নিয়ে ১৪৭। ১১৬ রানের এই জুটি ভাঙে উইলিয়ামসন ৫৫ রান করে আউট হলে।

উইলিয়ামসন আউট হওয়ার পর মাঠে নেমেই তান্ডব চালান হেনরি নিকোলস। সাথে পাল্লা দিয়ে রান তুলেন রস টেলর। দুজনের অতিমানবীয় এক জুটিতে ৪৬.২ ওভারেই রান পৌছে যায় ৩০১ এ। ১৩১ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১৩৭ রান করে টেলর আউট হলে ভাঙে এই জুটি।

এরপর রানকে ৩৬৪ পর্যন্ত নিয়ে যান নিকোলস। মাত্র ৮০ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংসে নিউজিল্যান্ড পায় বড় সংগ্রহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে