বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ১২:৫৫:০১

বিসিবির কাছে একটি অনুরোধ করল অবহেলিত শাহরিয়ার নাফিজ

বিসিবির কাছে একটি অনুরোধ করল অবহেলিত শাহরিয়ার নাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি-বিদেশি তারকাদের মধ্যে দেশি ক্রিকেটাররা নিজেদের পুরোপুরি ভাবে মেলে ধরতে পারেন না। যার ফলে দেশি-বিদেশী ক্রিকেটারদের মধ্যে বেশ পার্থক্য তৈরি হচ্ছে।

আর তাই বিসিবির কাছে একটি অনুরোধ করল অবহেলিত শাহরিয়ার নাফিজ, শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়েই আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করুক এমনটিই চাওয়া রাজশাহী কিংসের অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আছে ভারত। কেননা আইপিএলের পেছনে প্রত্যেক রাজ্য তাদের নিজস্ব টি-টোয়েন্টি লীগ আয়োজন করছে। এরই ফলে টি-টোয়েন্টির ভবিষ্যৎ তারকা ক্রিকেটার বেড়িয়ে আসছে।

এ প্রসঙ্গে নাফিস বলেন, ‘আমার ব্যক্তিগত একটি মতামত আছে, আমরা সব সময় বৈশ্বিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট দেখে থাকি। আইপিএল বলেন, বিপিএল বলেন, বিপিএল তো অবশ্যই বৈশ্বিক একটি টুর্নামেন্ট। এখানে দেখবেন বিদেশি ক্রিকেটাররা এসে ভালো করছে, কিন্তু দেশি ক্রিকেটাররা পারছে না। দেখুন প্রতিটা দেশেরই একটি নিজস্ব টুর্নামেন্ট থাকে।’

তিনি আরো বলেন, ‘ধরুন আইপিএলে ঘরোয়া তরুণ ক্রিকেটাররা এত টাকা পাচ্ছে, সুযোগ পাচ্ছে নিজেদের মেলে ধরার। এরা ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে পারফর্ম করেই আইপিএলে এক্সপোজার পাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের প্রিমিয়ার লিগের সাথে, বিসিএল, কিংবা এনসিএলের সাথে যদি ঘরোয়া টি-টুয়েন্টি থাকত তাহলে আমদের স্থানীয় ক্রিকেটাররা তৈরি হয়ে বিপিএলে পারফর্ম করতে পারত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে