বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ০২:০২:০৮

চার-ছক্কায় ফিফটি তুলে নিলেন ভয়ংকর ওয়ার্নার, বড় রানের পথে সিলেট

চার-ছক্কায় ফিফটি তুলে নিলেন ভয়ংকর ওয়ার্নার, বড় রানের পথে সিলেট

স্পোর্টস ডেস্ক : বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে চিটাগাংয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতই ৩ উইকেট হারিয়ে বসেছে সিলেট সিক্সার্স। ব্যাটিংয়ের শুরুতেই শূণ্য রানেই ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন লিটন। এরপর দীর্ঘ দিন পর রঙিন পোষাক গায়ে ব্যাট করতে নামা নাসিরও ফিরে যান তিন রান করে।

ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২২ রান। ওয়ার্নার ৫১ ও পুরান ৩০ রান নিয়ে ব্যাট করছেন।

এ দুজনের পরে ব্যাট হাতে ক্রিজে আসা সাব্বিরও শূন্য রানের লজ্জা নিয়ে লিটনের পাশে নাম লেখান। দুজনেই ফ্রাইলিঙ্কের শিকার হয়ে মাঠ ছেড়েছেন। নাসির করেছেন কেবল তিন রান। বাকি দুজন ফিরে গেছেন শূণ্য হাতেই।

এরপর আফিফ-ওয়ার্নারের ব্যাটে দূর্দান্ত এক জুটি গড়েন সিলেট। এরপর আফিফ ফিরে গেলেও পুরানকে নিয়ে আবারো জুটি গড়েছেন ওয়ার্নার। চার-ছক্কায় ফিফটি তুলে নিলেন ভয়ংকর ওয়ার্নার, বড় রানের পথে সিলেট।

আজকের ম্যাচে সিলেট একাদশ থেকে বাদ পড়েছেন তৌহিদ হৃদয়। তার পরিবর্তে একাদশে জায়গা ফিরে পেয়েছেন নাসির হোসেন। অন্যদিকে চিটাগং একাদশে কোনো পরিবর্তন নেই।

সিলেট সিক্সার্সের একাদশঃ ডেভিড ওয়ার্নার, লিটন দাস, সাব্বির রহমান, নিকোলাস পুরান, নাসির হোসাইন,অলক কাপালি , আল-আমিন হোসাইন, আফিফ হোসাইন, মোহাম্মদ ইরফান, তাসকিন আহমেদ, সান্দিপ লামিচানে।

চিটাগং ভাইকিংসের একাদশ: ক্যমেরন ডেলপোর্ট, মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রিলিনক, মোহাম্মদ আশরাফুল, নাঈম হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে