বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৪৮:২২

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগংয়ের ৫ রানের হার

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগংয়ের ৫ রানের হার

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে আজ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস ও ডেভিড ওয়ার্নারের সিলেট। টস জিতে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে চিটাগংকে ১৬৯ রানের টার্গেট দেয় সিলেট। জবাবে, শেষ বল পর্যন্ত ম্যাচ গড়িয়ে ৫ রানে হার মানে মুশফিকের দল।

ব্যাট হাতে চিটাগং ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে বড় শুরুর আভাস দেন আফগান মোহাম্মদ শাহজাদ। তবে চতুর্থ বলেই সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক ক্যাচে ফেরেন তিনি। তাসকিন আহমেদের বলে মাত্র ৬ রান করেই ফেরেন এই আফগান।

ওপেনার ডেলপোর্টের সঙ্গে ভালোই সঙ্গ দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কিন্তু দলীয় ৬৩ রানে আশরাফুলকে রেখে বিদায় হন ডেলপোর্ট। ২২ বলে ২৮ রান করে লামিচানের হাতে রান আউট হয়ে ফেরেন তিনি। কিছু সময় দলকে এগিয়ে নিলেও ২২ রান করে ফেরেন আশরাফুল। তাসকিন আহমেদের বলে সাব্বির আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার মাত্র এক ওভার পরই ফেরেন ৬ বলে ৫ রান করে অলোক কাপালির বলে ফেরেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।

মোসাদ্দেক হোসেন সৈকত ফেরেন ৭ রানে। সিকান্দার রাজা ম্যাচের ফলাফল নির্ধারণে ভালোই ব্যাট চালাচ্ছিলেন কিন্তু তাসকিন আহমেদ তার শেষ স্পেলে দুর্দান্ত বোলিং করে রাজার সঙ্গে ফেরালেন নাঈম হাসানকেও। দুই চার ও দুই ছক্কায় ২৮ বলে ৩৭ করে ফেরেন রাজা। তার ফেরার এক বল পরই শূন্য রানে ফেরেন নাঈমও।

শেষ বল পর্যন্ত চেষ্টা করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি রবি ফ্রাইলিনক। ২৪ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

সিলেটের হয়ে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়া ২ উইকেট নেন অলক কাপালি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে