শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯, ০৯:৩৫:৫২

আজ মাঠে তাণ্ডব চালালেন আফ্রিদি

আজ মাঠে তাণ্ডব চালালেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি স্টিভ স্মিথ ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন। ফলে এই আজকের ম্যাচে কুমিল্লার নেতৃত্ব দিচ্ছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভিক্টোরিয়ান্স দলপতি দলপতি ইমরুল কায়েস। দিনের দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসের ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন।

আজ মাঠে তাণ্ডব চালালেন আফ্রিদি। রাজশাহীর দুই ওপেনার মমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ ওপেন করেন। তবে ওপেনিং জুটিতে ২০ রান যোগ করেন মমিনুল ৩ রান করে সাইফুদ্দিনের বলে লেগ বিফোরের শিকার হয়েছেন। এরপর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরিয়েছেন সৌম্যকে। এরপর মিরাজ কিছুটা রান করতে পারলেও বাকিরা যাওয়া আসার মধ্যে থাকেন। মেহেদী ১৭ বল ৩০ রান করেন আফ্রিদির বলে আউট হন তিনি।

মিরাজ আউটের আগে আউট হন হাফিজ। লিয়াম ডসন বলে ১৭ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি। এরপর লরি ইভান্স কোন রান না করে আফ্রিদের বলে বিদায় নেন। মাত্র তিন রান করে রান আউট হন ফজলে রাব্বি। কোন রান না করে আউট হন কাইস আহমেদ। তবে জাকির হোসেন কিছুটা হলে বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। কিন্তু লিয়াম ডসন বলে ২৬ বলে ২৭ রান করে বিদায় নেন তিনি।

শেষ দিকে কিছু রান যোগ করেন ইসুরু উদানা ও আরাফত সানি। কিন্তু ৮ বলে ৪ রান করে আবু হায়দার রনির বলে আউট হন তিনি। তবে উদানা দলকে কিছুটা হলেও সম্মান জনক রানে এনে দেন শেষ দিনে চার-ছয়ে ৩০ বলে ৩২ রান করে রনি বলে আউট হন। সবকটি উইকেট ১৮.৫ বলে হারিয়ে ১২৪ রান করে রাজশাহী। জিততে হলে ২০ ওভারে ১২৫ রান করতে হবে কুমিল্লাকে।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশঃ তামিম ইকবাল, ইভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, লিয়াম ডসন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।

রাজশাহী কিংস একাদশঃ মোহাম্মদ হাফিজ, মমিনুল হক, মেহদি হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লরি ইভান্স, জাকির হাসান (উইকেটরক্ষক), ফজলে মাহমুদ, ইসুরু উদানা, কাইস আহমদ, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে