শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯, ১১:১৪:৪৪

খেলা দেখালেন আফ্রিদি, জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

  খেলা দেখালেন আফ্রিদি, জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

জয় দিয়ে বিপিএল শুরু করা কুমিল্লা ভিক্টোরিয়ানস দ্বিতীয় ম্যাচে খেয়েছিল ধাক্কা। রংপুর রাইডার্সের সঙ্গে ৬৩ রানে গুটিয়ে গিয়ে হারতে হয়েছিল ৯ উইকেটে। সেই হতাশা কাটিয়ে উঠল এক ম্যাচ পরই। শুক্রবার রাতের ম্যাচে রাজশাহী কিংসকে ৫ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা।

এদিকে রাজশাহীর দেয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার এনামুল হক এবং এভিন লুইস। দলীয় ৬৫ রানে ফেরেন লুইস। কয়েস আহমেদের শিকারে পরিণত হওয়ার আগে তিনি করেন ২৮ রান। চোটে পড়ে স্টিভেন স্মিথ ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস। ম্যাচে বিস্ময় ছিল আরো।

এদিকে আজ খেলা দেখালেন আফ্রিদি। নিয়মিত ওপেনার তামিম ইকবাল ব্যাটে নামে দ্বিতীয় উইকেটে। তিনি করেন ২১। ৪০ রানে রান আউট হন এনামুল। মালিকও একইভাবে ফিরে যান মাত্র ২ রানে। তবে হেসে খেলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শহীদ আফ্রিদি এবং লিয়াম ডসেন। এরআগে কুমিল্লা ভিক্টোরিয়ন্সের সামনে মামুলি লক্ষ্য দাঁড় করায় রাজশাহী কিংস।

শহীদ আফ্রিদির বোলিং তাণ্ডবে মাত্র ১২৪ রান তুলতে সক্ষম হয়েছে মেহেদী মিরাজের দল। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্মিথের পরিবর্তে দলের দায়িত্ব পাওয়া ইমরুল কায়েস। এদিন ওপেনিংয়েই ব্যাট হাতে নেমে পড়েন রাজশাহী অধিনায়ক মেহেদী মিরাজ। তবে শুরু থেকেই অসুবিধায় পড়ে রাজশাহী।

দলীয় ২০ রানে ফেরেন মাত্র ৩ রান করা মুমিনুল হক। একপাশ থেকে মেহেদী মিরাজ রানের চাকা সচল রাখলেও সৌম্য সরকার ফেরেন শূন্য রানে। তাকে বোল্ড করেন মোহাম্মদ সাইফুদ্দিন। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজও ইনিংস বড় করতে পারেননি। ১৬ রানে তিনি ফেরেন লিয়াম ডসেনের বলে।

এরপর আফ্রিদির ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে যায় রাজশাহীর মিডল অর্ডার। অষ্টম ওভারে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লিউ করার পরের বলেই একই ফাঁদে ফেলেন ল্যারি ইভান্সকে। ফজলে মোহাম্মদ রানআউট হয়ে ফেরার পর কয়েস আহমেদকে বোল্ড করেন আফ্রিদি।

এদিকে ৬ ওভারে ২ উইকেটে ৫৩ রান তোলা রাজশাহী ৭ উইকেট হারায় ৬৩ রানে। তবে পঞ্চম উইকেটে নামা উইকেটকিপার জাকির হাসানের লড়াকু ২৭ এবং ইসুরু উদানার ৩২ রানে ভর করে লজ্জা এড়ায় রাজশাহী। বল হাতে নিজের কোটার ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন শহীদ আফ্রিদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে