শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯, ১২:০৯:১৮

হ্যাট্রিক করা আলিসের বোলিং একশন নিয়ে যা বললেন মাশরাফি

হ্যাট্রিক করা আলিসের বোলিং একশন নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে হ্যাট্রিক করেও খুব একটা পুলকিত নন আলিস আল হাসান। বরং ক্রিকেটের অনিশ্চয়তাই হ্যাট্রিকের মূল কারণ। রংপুরের বিপক্ষে ম্যাচ জেতান বোলিং করে সবার নজরে এসেছেন তিনি।

এর মধ্যে হ্যাট্রিক করেছেন ঠিক ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে। ১৮৪ রানের বড় পুঁজি তাড়া করতে নামা রংপুর এগোচ্ছিল সঠিক পথেই। কিন্তু সেঞ্চুরির পথে এগোতে থাকা রাইলি রুশোকে আউট করার পর মিঠুন, রেজা ও মাশরাফিকে আউট করে হ্যাট্রিক করেন তিনি। 

ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আসলে বিপিএল-এর প্রথম ম্যাচে হ্যাট্রিক করা অনেক সৌভাগ্যের ব্যাপার। আসলে হ্যাট্রিক করা যায় না। হ্যাট্রিক হয়ে যায়। দলের অবস্থা বলেন আর যাই বলেন, হ্যাট্রিক হয়ে যায়। আমি শুধু আমার ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি।’

আলিস আল ইসলাম রংপুরের বিপক্ষে মাত্র ২৬ রান দিয়ে হ্যাট্রিক সহ ৪ উইকেট শিকার করলেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম বিভাগ ক্রিকেট থেকে উঠে আসা আলিসকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খোদ শুনতে হলো তিক্ত প্রশ্ন।

অনেকটা ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারিনের মতন বোলিং অ্যাকশন আলিস আল ইসলামের। শরীরী ভাষার দিক থেকেও মিল আছে যথেষ্ট। সবার জানা, সুনীল নারিনকে বোলিং অ্যাকশন সমস্যার কারণে ইতিমধ্যেই আইসিসির দুয়ারে যেতে হয়েছে।

রংপুরকে বিপিএল-এর হাই ভোল্টেজ ম্যাচে হারানোর নায়ক আলিস ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে বলেছেন, ‘না আসলে কখনো আমার বোলিং প্রশ্নবিদ্ধ হয়নি। তবে সবাই আসলে ভাবছিলেন…। না, আসলে প্রশ্নবিদ্ধ হয়নি।’

রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য এই দায়িত্ব পুরোটাই ক্রিকেট কর্তাদের ওপর ছেড়ে দিয়েছেন। মাশরাফি বলেছেন, ‘আসলে এটা টেকনিক্যাল কমিটিতে যারা আছে তাঁরা ভালো বলতে পারবে। ছেলেটার হাত রিপোর্টেড আছে নাকি কোথাও আমার জানা নেই। টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তাঁরা দেখবেন।’

সাভারের বলিয়ারপুর থেকে উঠে আসা ২২ বছর বয়সী আলিস আল ইসলাম ঢাকার ক্রিকেট খেলেছেন ওল্ড ডিওএইচের হয়ে। প্রথম বিভাগ ক্রিকেট খেলা আলিস ঢাকা ডাইনামাইটসের নেট বোলার ছিলেন চলমান মৌসুমে। সেখান থেকে ঢাকা ডাইনামাইটস দলে সুযোগ মিলে আলিসের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে