পিএসএলে সাকিব সর্বোচ্চ দামে, তামিমদের অবস্থান চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক : টাইগার ক্রিকেটাররা বিপিএল খেলছেন। বিপিএল শেষ করার কয়েক দিন পরেই পাকিস্তানে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে যাবে ১০ জন টাইগার ক্রিকেটার।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান বিপিএল খেলা পর্যবেক্ষণ করেছেন। টাইগার ক্রিকেটারদের পারফর্ম মূল্যয়ন করেছেন তারা। দেশের ক্রিকেটারদের মধ্যে পিসিবি সাকিব আল হাসানকে সর্বোচ্চ দামি গ্রুপের ক্রিকেটার হিসাবে ঘোষণা দিয়েছে।
পাঁচটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করেছে পিসিবি। ক্যাটাগরি ৫টি হলো প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং। এসব ক্যাটাগরিতে পারফর্ম বিবেচনায় দলে নেয়া হবে ক্রিকেটারদের।
প্লাটিনাম বিভাগের ক্রিকেটার করা হয়েছে সাকিবকে। তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস রয়েছেন গোল্ড ক্যাটাগরিতে।
সিলভার ক্যাটাগরিতে রয়েছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। প্রসঙ্গত, পিটারসেন, শেন ওয়াটসন, ব্রেট লি, ক্রিস গেইল এবং পাকিস্তানের শহীদ আফ্রিদিও রয়েছেন সাকিবের ক্যাটাগরিতে।
১১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�