শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৩:২১

জাইদিকে পাকিস্তান ফিরতে বলায় বাদ পড়লেন খেলোয়াড়

জাইদিকে পাকিস্তান ফিরতে বলায় বাদ পড়লেন খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানী নাগরিক বৃটিশ পাসপোর্টধারী আশার জাইদি যে একজন জাতের খেলোয়াড় আজকের খেলায় তা টের পেল গোটা বিশ্ব। তার অসাধারণ অল রাউন্ড নৈপুণ্যে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বিপিএলের ফাইনালে নিতে বড় ভূমিকা পালন করলেন জাইদি। বৃটিশ পাসপোর্টধারী জাইদি খেলেন কাউন্টি ক্রিকেটে। সেখানে তাকে অপমান করার দায়ে সমারসেটের বোলার ক্রেগ ওভার্টনকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা করেছে কতৃপক্ষ। গত সেপ্টেম্বরে হোভের এক ম্যাচের সময় সাসেস্কের খেলোয়াড় জাইদিকে অপমান করেন ওভার্টন। অভিযোগ জাইদিকে তিনি বলেছিলেন, "তুমি তোমার -- দেশে ফিরে যাও।" আর তাই ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) লেভেল ওয়ান অপরাধে শাস্তি দিয়েছে ওভার্টনকে। ওই ম্যাচের দুই আম্পায়ার ও নন স্ট্রাইকিং ব্যাটসম্যান মাইকেল ইয়ার্ডি ওভার্টনকে বাজে কথা বলতে শোনেন। ইয়ার্ডি লিখিত বিবৃতি দিয়েছিলেন। দুই আম্পায়ার রিপোর্টে বিষয়টি উল্লেখ করেছিলেন। ৩৪ বছরের জাইদি অবশ্য বলেছিলেন, তিনি কিছু শোনেননি। ওভার্টন অভিযোগ অস্বীকার করেছিলেন। খেলার বর্ণবাদ বিরোধী সংগঠন কিক ইট আউটের চেয়ারম্যান লর্ড হারমান আউসলে বলেছেন, অপরাধ যতো বড় সেই হিসেবে শাস্তিটা খুবই ছোটো হয়ে গেছে। তিনি বলেছেন, "আমার ব্যক্তিগত মতামত হলো, অপরাধের সাথে শাস্তিটা যায় না। এটা খুব গুরুতর অপরাধ, বাজে আচরণ, পরিস্কারভাবে এটা বর্ণবাদী অপরাধ। আমার মনে হয় এটা ফুটবলে হলে ওই লোকটি অনেক বড় শাস্তি পেত।" সূত্র : কালের কন্ঠ ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে